ফালাকাটা কলেজপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্দোগে রক্তদান শিবির
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা, ১৫ই অক্টোবর ২০১৭: ফালাকাটার কলেজ পাড়া স্পোটিং ক্লাব ও কলেজ পাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির জৌথ উদ্দোগে ও ব্যবস্থাপনায় ও আলিপুরদুয়ার ব্লাড ব্যাঙ্কের সহোযোগিতায় ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল রক্ত দান শিবির। প্রথম বর্ষ এই রক্ত দান শিবিরে ১০ জন মহিলা সহ মোট ৬৭ জন রক্ত দান করেন। এখনে ফালাকাটার আইসি বিনোদ গজমের ও পদ্মশ্রী পুরস্কার প্রাপক করিমূল হককে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের কে ব্যাচ পরিয়ে সাল জড়িয়ে ফুলের তোরা ও মানপত্র দিয়ে সন্মান জানানো হয়। এরপর মিষ্টিমুখ করান হয়। পদ্মশ্রী পুরস্কার প্রাপক করিমূল হক বলেন, রক্ত দান মহান দান। মুমূর্ষ রুগীদের রক্তের প্রয়জন। এখনে আমি দেখলাম মহিলারা এগিয়ে এসেছে আমি এদের সাধু বাদ জানাচ্ছি। আমার আওভান ফালাকাটার কলেজ পাড়া স্পোটিং ক্লাব ও কলেজ পাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির মতো সকল ক্লাব ও সংগঠন এগিয়ে আসুক। ফালাকাটার কলেজ পাড়া স্পোটিং ক্লাবের ওয়েলফেয়ার সম্পদক স্নেহাংশু শেখর বিশ্বাস জানান, এই রক্তদান শিবিরে আমরা সকলের সহোজোগীতা পেয়েছি। আমরা এধরনের সমাজসেবা মুলক কাজ আগেও করেছি আগামীতেও করবো।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)