ন্যাক ভিজিটের পর ভালো গ্রেড এর আশায় ফালাকাটা কলেজ
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা, ১৪ই অক্টোবর ২০১৭: পরিকাঠামোগত ভাবে ফালাকাটা কলেজকে সাজিয়ে তোলা হয়েছে । কারণ ফালাকাটা কলেজে শুক্রবার ও শনিবার – এই দুদিন ধরে ন্যাক ভিজিট সম্পন্ন হল । তাই এই ন্যাক ভিজিটকে কেন্দ্র করে পরিকাঠামোগত ভাবে কলেজকে সাজিয়ে তোলা হয়েছে । ন্যাক এর দল পরিদশ’নের পর ভালো গ্রেড পাওয়ার আশায় রয়েছে ফালাকাটা কলেজ। কলেজ সূত্রে জানা গেছে , ১৯৮১ সালে কলেজ প্রতিষ্টার পর এবারই প্রথম ফালাকাটা কলেজ পরিদশ’নে আসে ন্যাক।ন্যাক দলের চেয়ারম্যান ছিলেন প্রোফেসর রীতা ভেনু গোপাল ও কো অড়ি’নেটর ডঃ অশোক কুমার।শুক্রবার সকালে কলেজ পৌছান তারা।তাদেরকে গাড’ অফ অনার দেয় কলেজের এন সি সির ছাত্র ছাত্রীরা।তারপর গোটা দিনভর ন্যাক দল কলেজের দশটি বিভাগের বিভাগীয় অধ্যাপক অধ্যাপিকাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখার পাশাপাশি কলেজের প্রতিটি বিষয়ের শ্রেনিকক্ষ পরিদশ’ন করেন।ন্যাকের প্রতিনিধিরা ছাত্র ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের সাথেও কথা বলেন।প্রাক্তন ছাত্র ছাত্রী ও অভিভাবকদের অনেকেই দাবি তোলেন এই কলেজ প্রতিষ্টার তিন দশক হয়ে গেছে।কিন্তু এখনও কলেজে কলা বিভাগ ছাড়া বিঞ্জান ও বানিজ্য বিভাগ চালু হয়নি।এরজন্য ফালাকাটা ও পাশ্ব’বতী’ এলাকার ভালো ছাত্র ছাত্রীরা বঞ্চিত হচ্ছে।ছাত্রদের মধ্যে অনেকেই কলেজে পযা’প্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ , গ্রন্থাগারে পযা’প্ত বই রাখার দাবি তোলেন।ছাত্র ও অভিভাবকদের এই দাবিগুলি নোট করে নেন ন্যাক এর প্রতিনিধিরা।এছাড়াও কলেজের অডিট রিপোট’ সহ ফিনান্সের যাবতীয় নথিপত্র ও কলেজের শিক্ষক , অশিক্ষক কমী’দের যাবতীয় নথিপত্র খুটিয়ে দেখেন তারা।শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন ভাষাভাষির ছাত্রদের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্টান দেখে খুশি হন ন্যাক এর প্রতিনিধিরা।শনিবার ছিল কলেজের সব শিক্ষক শিক্ষাকমী’দের সাথে ন্যাক দলের প্রতিনিধিদের মধ্যে ইক্সিট (exit) মিটিং।সেখানে ন্যাক এর চেয়ারম্যান রীতা ভেনু গোপাল বলেন ,”এই গ্রামীণ এলাকার কলেজের পরিকাঠমো দেখে ভালো লাগল।আমি অনেক কলেজ ভিজিট করেছি কিন্তু এতো সুন্দর পরিকাঠামো কোথাও দেখিনি।” তবে যেসব জায়গায় ঘাটতি রয়েছে সেগুলি যেন আগামীতে পূরণ হয় সে ব্যাপারেও কলেজের দৃষ্টি আকষ’ন করেন চেয়ারম্যান।তিনি আরো বলেন , “কলেজের ছাত্র , অধ্যাপক অধ্যাপিকাদের ব্যবহারে আমরা সন্তুষ্ট।আগামীতে কলেজের আরো উন্নতি হোক সেই কামনা করি।” চেয়ারম্যানের শেষ মুহূতে’র মিটিং এর কথার সূত্রেই ভালো গ্রেড পাওয়ার ক্ষেত্রে আশাবাদী ফালাকাটা কলেজ কতৃপক্ষ।এখন সেই রেজাল্টের অপেক্ষায় কলেজ কতৃপক্ষ।জানা গেছে , আগামী কিছুদিনের মধ্যেই ন্যাক দল তাদের রিপোট’ জানিয়ে দেবে কলেজকে।আর সেই রিপোটে’র ভিত্তিতে বড়োধরনের আথি’ক অনুদানও পাবে কলেজ।সেই অনুদানের অথে’ই আরো উন্নতি হবে কলেজের।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)