ময়নাগুড়িতে কালোবাজারির বিরুদ্ধে অভিযোগ তুলে হলো কৃষকদের পথ অবরোধ
শুভ দত্ত (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ময়নাগুড়ি, ২রা ডিসেম্বর, ২০২১: এবার সারের কালোবাজারির বিরুদ্ধে অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করল এলাকার কৃষকেরা। উল্লেখ্য, কয়দিন আগে ধুপগুড়িতেও এই রকম প্রতিবাদ করে কৃষকেরা। এই দিন ময়নাগুড়ির নতুনবাজার এলাকায় জাতীয় সড়কে অবরোধ এবং বিক্ষোভ দেখায় বিক্ষোভকারী কৃষকেরা। এই অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘন্টাখানেক ধরে চলা এই অবরোধ অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে উঠে যায়।
অভিযোগকারী কৃষকদের অভিযোগ, তারা আলু চাষের জন্যে সার তারা পাচ্ছে। কৃষকদের অভিযোগ আলু চাষের জন্য প্রয়োজনীয় সার তারা পাচ্ছেন না। সার এলেও তা কোথায় গেল তা নিয়ে অভিযোগ তোলেন তারা। উল্লেখ্য, কিছুদিন আগে ময়নাগুড়িতে সার ঢুকেছে। এদিন সকালে ময়নাগুড়ি শহীদগণ স্কুল পাড়ার এক সারের দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়ান কৃষকেরা। কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হয় তাদের চাহিদা মতো সার আর নেই। আর এতে ক্ষিপ্ত হয়ে ওঠে কৃষকেরা। তারা একজোট হয়ে এগিয়ে জাতীয় সড়ক অবরোধ করে। কৃষকরা আরো অভিযোগ তুলেছে সার পাওয়া যাচ্ছে না, অথচ এতে কৃষি দপ্তরের কোন হেলদোল নেই। অন্যদিকে, ময়নাগুড়ি ব্লক কৃষি দপ্তর সুত্রে থেকে জানা গিয়েছে, সারের কোন কালোবাজারি হচ্ছে না। তারা বাজার এলাকায় সর্বত্র নজরদারি চালাচ্ছে। তবে সার একটু কম এসেছে।
ছবি: শুভ দত্ত (টি.এন.আই)