অবশেষে খুলবে বালাসন সেতু, জানালেন শিলিগুড়ির সিপি গৌরব শর্মা

জিৎ সরকার (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২রা ডিসেম্বর, ২০২১: অবশেষে স্বস্তির নিঃশ্বাস নিলো বালাসন সেতুর যাতায়াতকারীরা, আজ এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে ব্রিজ খোলার কথা জানান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার গৌরব শর্মা। তিনি জানান প্রাথমিক ভাবে ১ ডিসেম্বর বালাসনের বেইলি ব্রিজ খুলে দেওয়ার কথা বলা হলেও তা সম্ভবপর হয়ে ওঠেনি। তবে ৩ ডিসেম্বর দুপুর ১২:৩০ এ জনগনের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বেইলি ব্রিজ। সেই সাথে পুলিশ বাহিনীকেও তৎপর ভাবে মোতায়েন রাখা হবে। সেই জন্য ব্রিজের শিবমন্দির-বাগডোগরা যাওয়ার পথের দিকে একটি আউটপোস্টও তৈরি করা হলো এদিন।

এদিনের সাংবাদিক সন্মেলনে কমিশনার গৌরব শর্মা জানান শুধুমাত্র বাইক, ৩ চাকা ও ৪ চাকার যাত্রীবাহী গাড়ি, পার্সোনাল গাড়ি সহ ৩২ সিটের স্কুলবাস কে এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে, কোনোরকম পন্যবাহী গাড়ি, ট্রাক, জেসিবি কে ব্রিজের উপর দিয়ে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না। সেই সাথে তিনি আর্মি দের গাড়ি গুলোকেও নৌকাঘাট-মেডিকেল মোড় হয়েই যাতায়াতের জন্য অনুরোধ করেন। সেই সাথে তিনি আরও জানান যাত্রীবাহি গাড়িগুলোতে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক যাত্রীকেই শুধু ব্রিজ পারাপারের জন্য অনুমতি দেওয়া হবে, যারা অত্যাধিক সংখ্যক যাত্রী নিয়ে পারাপার করবেন তাদের অনুমতি দেওয়া হবে না। এবং ট্রাফিক নিয়ম মেনে একমুখী ভাবেই যাতায়াত করা হবে, দ্বিমুখী যাতায়াত বেইলি ব্রিজের উপর দিয়ে করা হবে না।

ছবি: জিৎ সরকার (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!