কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের বিজেপির বিধায়কদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ফালাকাটায়
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২০শে অগাস্ট, ২০২১: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক, কালিয়াগঞ্জ এর বিধায়ক শ্রী সৌমেন রায় ও ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী দীপক বর্মন এর বিরুদ্ধে করোনা নিয়ম বিধি লঙ্ঘনের অভিযোগ এনে ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করল ফালাকাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী শুভব্রত দে। ফালাকাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী শুভব্রত দে বলেন, “আজ বিকেলে হঠাৎ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামানিক, ফালাকাটার বিধায়ক শ্রী দীপক বর্মন ও কালিয়াগঞ্জ এর বিধায়ক শ্রী সৌমেন রায় ফালাকাটার ধূপগুড়ি মোড় থেকে ফালাকাটা ট্রাফিক মোড় পর্যন্ত হঠাৎ ৫০০ – ৬০০ জন লোক নিয়ে জমায়েত করে মিছিল করে। তারা পথসভা করে এর ফলে তাদের মধ্যে কোনো শারীরিক দূরত্বও ছিলনা এবং তাদের মধ্যে কেউই কোন মাস্ক ব্যবহার করেনি এবং তাদের বক্তব্যে দুয়ারে সরকার নিয়ে জনগণের মধ্যে মিথ্যা প্রচার চালায় তাই এদের বিরুদ্ধে ফালাকাটা থানায় এসে আজ অভিযোগ লিখিত অভিযোগ দায়ের করা হলো”। এই বিষয়ে ফালাকাটার বিধায়ক দীপক বর্মনের প্রশ্ন। তৃণমূলের শ্রী পার্থপ্রতিম রায় একশোর উপরে লোক নিয়ে তিনি তার অফিসে গিয়ে কাজে যোগ দিলেন সেখানে নিয়মবিধিটা কোথায় মানা হয়েছে? আজকে দুয়ারে সরকার প্রকল্প হচ্ছে সেখানে কোন নিয়ম বিধি মানা হচ্ছে না, তাহলে কেন সেই আধিকারিকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হচ্ছে না? আজ করোনার জন্যই আমরা আজকে লোক সংখ্যা কাউকে বলিনি”।
ছবি এবং ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)