স্বাধীনতা দিবসে লেপচাখাতে খাদ্য সামগ্রী পৌছালো ইউনিক ফাউন্ডেশন
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, লেবচাখা, ১৫ই অগাস্ট, ২০২১: আজ স্বাধীনতা দিবস সারা ভারত যখন ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করছে তখন ইউনিক ফাউন্ডেশনের টিম পারি দিয়েছিল শহর থেকে প্রায় ১৩০ কিমি দূরে এবং ৩২০০ ফুট উচ্চতায় বক্সার কাছে অবস্থিত একটি গ্রামে তার নাম লেপচাখা। উদ্দেশ্যে, সেখানে দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী পৌঁছে দেবার জন্য, বিনামুল্যে। প্রায় ৮০জন গ্রামবাসী কে তারা চাল, ডাল, বাচ্চাদের জন্য দুধ, বিস্কুট, সাবান, তেল, ছাত্রছাত্রীদের জন্য খাতা, পেন, পেন্সিল বক্স, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি। এলাকার মানুষ ভাবতেই পারেনি যে আজকের দিনে তার এইভাবে স্বাধীনতা দিবস পালন করবে। গ্রামবাসীরা জানান তারা এই উদ্যোগ খুব খুশি। তারা বলেন এতো দূর থেকে এই বৃষ্টির মধ্যে যেভাবে ইউনিক টীম এসেছে তা তাদের কাছে এটাই অনেক বড় প্রাপ্তি। পাশাপাশি বাচ্চারাও খুব খুশি খাতা পেন্সিল পেয়ে। ইউনিক ফাউন্ডেশন টিমের কর্ণধার শ্রী শক্তি পাল জানান আমরা এই ধরনের কাজ আগামী দিন ও করবো এবং আমরা আমাদের টিমের মাধ্যমে পৌঁছে যাবো পাহাড়ের দুর্গম গ্রামগুলিতে”। তিনি জানান যে সামনে রাখি, তাই রাখী উপলক্ষে ইউনিকের টিমের বিশেষ ভাবনা রয়েছে।
ছবি এবং ভিডিও: প্রনব দাস (টি.এন.আই)