শিলিগুড়ির ইউনিক ফাউন্ডেশনের কুষ্ঠরোগীদের জন্যে টিকা ক্যাম্প অনুষ্ঠিত হল
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৮শে জুন, ২০২১: শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিমের উদ্যোগে গতকাল কালওয়ার ভবনে সম্পূর্ণ বিনামূল্যে কুষ্ঠরোগীদের জন্যে টিকাকরন ক্যাম্প অনুষ্ঠিত আয়োজন করা হয়। এই টিকাকরন ক্যাম্প উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক মহাশয়, পুরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান এবং প্রাক্তন মন্ত্রী শ্রী গৌতম দেব মহাশয়, ডঃ কল্যাণ খান, ডঃ রুদ্র নাথ ভট্টাচার্য সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তি গণ। এই অতিমারীর সময় করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউনিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এর আগে বিভিন্ন প্রান্তিক মানুষদের টিকাকরণ সম্পন্ন হয়েছে। এই ক্যাম্পে ৪০ জন কুষ্ঠরোগীরা কভিশিল্ড টিকা নিলেন। অসহায় মানুষের জন্য দিনরাত চব্বিশ ঘন্টা পরিষেবার লক্ষ্যে অতন্দ্র ইউনিক ফাউন্ডেশন টিমের সদস্যরা।
শিলিগুড়ির মহকুমাশাসক, পুরনিগমের কমিশনার, পুরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান, পুলিশ প্রশাসনের ও ভ্যাকসিন প্রদান কর্মসূচি প্রশাসনের অনুমতি নিয়ে কোথা থেকে ভ্যাকসিন আনা হচ্ছে সমস্ত তথ্য জানিয়েই এই ভ্যাকসিনেশন ক্যাম্পটি অনুষ্ঠিত করা হয়।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)