রাজ্য সরকারের বিধিনিষেধের কড়াকড়ি ফালাকাটার পুরোহিতেরা পড়েছে আর্থিক সঙ্কটে
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৫ই জুন, ২০২১: করোনা জেরে সরকারি বিধিনিষেধের কড়াকড়ির ফলে সমস্যায় পড়েছেন ফালাকাটার পুরোহিতরা। আয়ের অঙ্ক কমে এসেছে তাদের। বিধিনিষেধের জেরে বন্ধ মন্দির। যদিও শুধু নিত্য পুজো চলছে নিয়ম রক্ষার্থে। মন্দিরে দর্শনার্থীদের আগমন বন্ধ রয়েছে। মন্দিরে দর্শনার্থীদের আগমন না হওয়ায় মিলছে না দক্ষিণা। এর ফলে সংসার চালানো দায় হয়ে পড়েছে পুরোহিতদের। ফালাকাটার পুরোহিতরা জানালেন তাদের দুঃখ দুর্দশার কথা। এছাড়াও সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন এর তারিখ গুলি পিছিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। রোজগার তাদের একবারে নেই বললেই চলে। এই অবস্থায় কিভাবে দিন যাপন হবে তা নিয়ে চিন্তিত সকল পুরোহিতরা। ফালাকাটা ব্লকের প্রায় ৫০০ পুরোহিত রয়েছেন যারা বর্তমানে করোনার এই বিধিনিষেধের ফলে চরম সমস্যায় পড়েছে। পুরোহিতরা টিএনআই কে তাদের দুর্দশার কথা জানান। বর্তমানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বন্ধ বললেই চলে, অনেকে সামাজিক অনুষ্ঠান করছেনা। এর সরাসরি প্রভাব এসে পড়েছে তাদের অর্থাৎ পুরোহিতদের জীবনে।
এই বিষয়ে ফালাকাটা ব্লকের পুরোহিত শ্রী হারাধন গোস্বামী জানান “মন্দির বন্ধ ভক্তবৃন্দ আসছে না। এছাড়া বিভিন্ন পুজোর আয়োজন বন্ধ এর ফলে আমরা চরম আর্থিক সঙ্কটে পড়েছি। সরকারের আমাদের কথা একটু ভাবুক”। ফালাকাটা পুরোহিত কল্যাণ মঞ্চের সভাপতি পুরোহিত শ্রী অজিত চ্যাটার্জি বলেন, “বাড়ি বাড়ি যেসমস্ত পুজো হত সেগুলো এখন বন্ধ, আর মন্দিরতো বন্ধ আছে এই পরিস্থিতিতে আমরা কিভাবে চলবো?” ফালাকাটা পুরোহিত কল্যাণ মঞ্চের সম্পাদক পুরোহিত শ্রী মানিককান্ত শর্মাবিশ্বাস বলেন, “এই করোনার জন্য বন্ধ মন্দির ও সমস্ত সামাজিক আচার অনুষ্ঠান। এরফলে আমাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। আমরা পুরোহিতরা এখনো সরকারি ভাতা পাইনি। সব মিলিয়ে চরম সংকটে দিন চলছে”।
ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)