ফালাকাটা শিক্ষা সার্কেলের উদ্যোগে আয়োজিত ‘চলো যাই শিক্ষার্থীর বাড়ি’ কর্মসূচি শুরু হল
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৯ই জুন, ২০২১: জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্রীমতী গার্গী নার্জীনারী বুধবার ফালাকাটার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে খোজ খবর নিলেন এবং তাদের হাতে কিছু সামগ্রী তুলে দিলেন। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ফালাকাটা সার্কেলের উদ্যোগে আয়োজিত ‘চলো যাই শিক্ষার্থীর বাড়ি’ এই কর্মসূচির অন্তর্গত করোনা আক্রান্ত ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের অভীভাবক ও ছাত্রছাত্রীদের সাথে দেখা করে কথা বলেন। তাদের পরামর্শ শোনেন এবং তাদের হাতে শিক্ষা সামগ্রী ও পুষ্টিকর আহার তুলে দেন।
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ফালাকাটা সার্কেলের সাধারন সম্পাদক শ্রী রাজেশ শুক্লা বলেন, “বিদ্যালয় গুলো বন্ধ হয়ে আছে। অধিকাংশ ছাত্রছাত্রীদের এন্ড্রয়েড ফোন নেই। সেজন্য তারা অনলাইন ক্লাস করতে পারছেনা। সেকারণেই ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোজখবর নেওয়ার উদ্যগ গ্রহণ করা হলো”।
জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্রীমতী গার্গী নার্জীনারী বলেন, “প্রাথমিক শিক্ষকদের সংগঠনের ডাকে আমি এসেছি। ছাত্রছাত্রীদের সাথে দেখা করে তাদের খোজখবর নেওয়া হলো। করোনার জন্য বিদ্যালয় গুলো বহুদিন ধরে বন্ধ। এই সময় তারা কেমন আছে কি করছে সেসব খোজখবর নিলাম। শিক্ষক সংগঠনের এই কাজে আমি খুব খুশি। এনারা একটি ভালো উদ্যগ গ্রহণ করেছেন। আজ ২৫ জনের বাড়ি যাওয়া হবে। এই কর্মসূচি চলতেই থাকবে”।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)