শিলিগুরিতে করোনা মোকাবিলায় আরো কড়া হচ্ছে পুর নিগম
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৮ই মে, ২০২১: শিলিগুড়ির নার্সিং হোম এবং প্রাইভেট হাসপাতালের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন শিলিগুড়ি পুরনিগমের নতুন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান শ্রী গৌতম দেব। আজ এক সাংবাদিক বৈঠকে এই বক্তব্য রাখেন উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে। এছাড়াও তিনি বলেন স্বাস্থ্যসাথী কার্ড বর্জন এবং বিপুল অঙ্কের চিকিৎসা বিলের অভিযোগ আছে বেশ কিছু শিলিগুড়ির নার্সিং হোম এবং প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে। পাশাপাশি তিনি জানান – শহরের সব নার্সিংহোম এবং প্রাইভেট হাসপাতাল কে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, করোনা সংক্রান্ত মৃতদেহ পরিবাহনের জন্যে বিনামূল্যে গাড়ির ব্যাবস্থা করা হয়েছে।
ছবি: সংবাদচিত্র
Facebook Comments