শিলিগুড়িতে রাজনৈতিক সৌজন্যের ধারা বজায় রাখলেন নবনির্বাচিত বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ
স্নিগ্ধা সোম (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৮ই মে, ২০২১: শিলিগুড়ির গুরু – শিষ্যের লড়াই এর সমাপ্তি ঘটেছে গত ২রা মে। সেখানে জয় অবশ্যই শিষ্যের জয় হয়েছে অর্থাৎ ডঃ শঙ্কর ঘোষের। শপথ গ্রহণের পরে শহরে ফিরে এসে নবনির্বাচিত বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ দেখা করলেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী শ্রী অশোক ভট্টাচার্যের সঙ্গে। দেশের রাজনীতিতে প্রতিনিয়ত যখন সৌজন্যের অভাব দেখা দিচ্ছে, তখন ডঃ ঘোষ এই দিক থেকে তিনি ব্যাতিক্রমি হলেন। শ্রী অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে তিনি তাকে পায়ে ধরে প্রণাম করেন। এরপর বেড়িয়ে এসে সাংবাদিকদের কে জানান শ্রী অশোক ভট্টাচার্যের থেকে তিনি অনেক রাজনৈতিক পাঠ শিখেছেন তাই দেখা করাটা একটি রাজনৈতিক সৌজন্য। ডঃ শঙ্কর ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির শিলিগুড়ির সাধারন সম্পাদক শ্রী রাজু সাহা, শ্রী শুভঙ্কর সাহা এবং অন্যন্য জেলার অন্যান্য পদাধিকারীরা।
ছবি: সংবাদচিত্র