জলদাপাড়ায় বজ্রপাতে মৃত্যু হল এক পূর্ণবয়স্ক দাঁতালের
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, জলদাপাড়া, ৪ঠা মে, ২০২১: সোমবার গভীর রাতে ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের খাউচাঁদপাড়া গ্রামের খাউচাঁদপাড়া দুই নম্বর এসপি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বজ্রপাতে মৃত্যু হয় পূর্ণ বয়স্ক একটি দাঁতাল হাতির। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে বজ্রপাতসহ ভারী বৃষ্টি হয়েছিল। সেসময় গ্রামে রাতে দাঁতাল হাতি সহ একটি হাতি ভুট্টা খেতে হানা দিলে খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থল গিয়ে দাঁতাল হাতি সহ অপর হাতিটিকে তাড়িয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের দিকে নিয়ে যাওযার চেষ্ঠা করলে দাঁতাল হাতি সহ সহ অপর হাতিটি খাউচাঁদপাড়া দুই নম্বর এসপি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছোলেই সেথানেই আচমকা বজ্রপাত শুরু হলে সেই বজ্রপাতে মৃত্যু হয় দাঁতাল হাতিটির। মঙ্গলবার সকালে বন দপ্তরের জলদাপাড়া রেঞ্জের বন কর্মীরা হাতিটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাতিটির মৃতদেহ পেলোডারের সাহায্যে তুলে ট্র্যাক্টরের মাধ্যমে জঙ্গলের গভীরে নিয়ে যাওয়া হয়েছে। শালকুমার গ্রামপঞ্চায়েতের প্রধান বিমল গাবুর বলেন, গতকাল রাতে হাতিটি লোকালয়ে চলে আসে সেখানেই স্কুলের মাঠে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। মৃত হাতিটিকে বনদপ্তর নিয়ে গিয়েছে। বনদপ্তর সূত্রে খবর, জলদাপাড়া জাতীয় উদ্যানে মৃত দাঁতালের ময়নাতদন্ত হবে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ সৎকার করা হবে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)