শিলিগুড়ির ইস্কন মন্দিরে শুরু হয়েছে কঠিন করোনা সতর্কীকরণ পালন করে দর্শন
স্নিগ্ধা সোম (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৪শে এপ্রিল, ২০২১: দেশব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ মহামারির আকার ধারণ করতেই এবার আরো সতর্কতা অবলম্বন করলো শিলিগুড়ির ইস্কন মন্দির কমিটি। ইস্কন মন্দির এবং মন্দির প্রাঙ্গণে নিয়মিত ভাবে স্যানিটাইজ করা হচ্ছে। মন্দির কমিটির জনসংযোগ আধিকারিক শ্রী নাম কৃষ্ণ দাস টিএনআই কে জানান “সতর্কতার ব্যাপারে এই বিষয়ে কোন রকম ঝুঁকি নিতে চাইছে না মন্দির কর্তৃপক্ষ। আগত সকল দর্শনার্থীদের পালন করতে হচ্ছে করোনা সতর্কতা সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলী যেমন মাস্ক ব্যাবহার বাধ্যতামূলক, হাত স্যানিটাইজ করা, থার্মাল স্ক্যান ইত্যাদি। এই সকল জিনিষ পালন করেই দর্শনার্থীদের মন্দির প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হচ্ছে।
Facebook Comments