জটিল রোগে আক্রান্ত দুঃস্থ গৃহবধূর জন্যে চিকিৎসায় সাহায্য করল শিলিগুড়ির ‘সমব্যথী’
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৩শে এপ্রিল, ২০২১: শিলিগুড়ির জ্যোতিনগরের বাসিন্দা দুঃস্থ পরিবারের গৃহবধূ আভা দাস (৪০) একটি জটিল রোগে ভুগছেন। জানা গিয়েছে এই রোগের নাম VSD CLOSURE- এই রোগে রোগীর ফুসফুসের ফুটো থেকে রক্ত ক্ষরণ হয়ে শরীরের ভেতরে ছড়িয়ে পড়ে। রুগীর স্বামী সুরেশ দাস একটি ছোট মোটর পার্টসের দোকানে কাজ করে। দম্পতির একটি ১০ বছরের সন্তানও রয়েছে। ইদানীং রুগীর অপারেশন হয়েছে শিলিগুড়ির এক প্রাইভেট হাসপাতালে। এর সম্পূর্ণ খরচ পড়ছে প্রায় ৩ লক্ষ টাকার কাছাকাছি। রুগীর স্বামী সুরেশ দাসের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায় স্বামী স্ত্রীকে বাঁচাতে সকলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। শহরের সমাজসেবী সংস্থা ‘শিলিগুড়ি সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটি’ আজ সেই চিকিৎসার জন্যে দুস্থ পরিবারটি কে কিছুটা আর্থিক করে। তবে সমব্যথী’র পক্ষ থেকে উপস্থিত সংবাদ মাধ্যমের দ্বারা মানুষের কাছে এই পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানানো হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শ্রী সঞ্জয় সাহা ও কোষাধ্যক্ষ শ্রী শুভ রঞ্জন সাহা।
ছবি: সংবাদচিত্র