নির্বাচন আর করোনার দাপটে শিলিগুড়িতে হয়ে গেল নমঃ নমঃ করে বাসন্তী পুজা
স্নিগ্ধা সোম (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২২শে এপ্রিল, ২০২১: প্রায় নমঃ নমঃ করেই সম্পন্ন হল শিলিগুড়ির এই বছরের বাসন্তী পুজা। এর প্রধান কারণ অবশ্যই অনুমেয়। প্রথমত করোনার তথাকথিত দ্বিতীয় ঢেউ এবং দ্বিতীয়ত নির্বাচনোত্তর শিথিলতা। করোনার কারণে গতবছর অনেক পুজা কমিটি বাসন্তী পুজার সব আয়োজন করেও লকডাউনের জন্যে স্থগিত করে দিতে বাধ্য হয় সেই প্রস্তুতি। এর কারণে শিলিগুড়ির প্রায় সব বাসন্তী পুজা আয়োজকেরা এবার প্রথম থেকেই অতি সামান্য আয়োজন করার দিকে মন দেন।
নির্বাচনের কারণে তারা আগে থেকেই জানতেন যে সেই রকম অর্থের জোগাড় করা নাও করা যেতে পারে। এরপর খাঁড়ার ওপর ঘা পড়ল যখন দেখা দিল করোনার দ্বিতীয় ঢেউ। যথারীতি এবারেরও বাসন্তী পুজা আয়োজিত হল ওই নমঃ নমঃ করেই। অনেক পুজা কমিটি এবার পুজার দিকে পা বাড়ায়নি। ধারাবাহিকতার জন্যে বন্ধ ঘরেই আয়োজন করতে এক প্রকার বাধ্য হয়। যে কয়টি বাসন্তী পুজা হয়েছে শিলিগুড়িতে তার মধ্যে উল্লেখযোগ্য হল শিলিগুড়ি ভারতনগরের নবরবি সংঘ, ভক্তিনগরের অগ্রণী সংঘ, দক্ষিণ ভক্তিনগরের মহিলা পরিচালিত বাসন্তী পুজা, সুশ্রুতনগরের দাদাভাই সংঘ প্রমুখ।
ছবি: স্নিগ্ধা সোম (টি.এন.আই)