ডুয়ার্সে পাচারের আগেই ধরা পড়ল লক্ষাধিক টাকার চোরাই কাঠ
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ২১শে মার্চ, ২০২১: বনদপ্তরের তৎপরতায় ডুয়ার্সের ঢেকলাপাড়া চা বাগান সংলগ্ন এলাকা থেকে পাচারের আগে ধরা পড়ল লক্ষাধিক টাকার চোরাই কাঠ। মঙ্গলবার বিকেলে রেতি বিটের বনকর্মীরা নিয়মিত টহলদারি চালানোর সময় কাঠ বোঝাই একটি পিক-আপ গাড়িকে দেখতে পান। গাড়িটিকে আটক করতে বনদপ্তরের বান্দাপানি বিট এবং সশস্ত্র সীমা বলের সাহায্যে চাওয়া হয়। তাদের সাহায্যে বনকর্মীরা শিরিশ কাঠ বোঝাই গাড়িটিকে ঢেকলাপাড়া চা বাগানের বস্তি সংলগ্ন এলাকায় আটক করেন। যদিও গাড়ির চালক জঙ্গলে গা ঢাকা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। রেতি বিটের বনকর্মী অয়ন মুখার্জি জানান বে-আইনি ভাবে জঙ্গলের থেকে কাটা প্রায় লক্ষাধিক টাকার কাঠ বোঝাই একটি গাড়িকে আজ আটক করা হয়েছে। কাঠ সহ গাড়িটিকে দলগাঁও রেঞ্জের কাছে হস্তান্তর করা হয়।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)