নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফালাকাটায় ধরনায় তৃনমূল কংগ্রেস
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৩ই মার্চ, ২০২১: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করার প্রতিবাদে মঙ্গলবার ফালাকাটা বিডিও অফিস প্রাঙ্গণে গান্ধির ফটো সামনে রেখে ধর্নায় বসেন ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকরা। ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনায় উপস্থিত ছিলেন ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ফালাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শ্রী সুভাষ চন্দ্র রায় ফালাকাটা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী সুভব্রত দে, তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি শ্রী অশোক সাহা ফালাকাটা মহিলা তৃণমূল কংগ্রেস ফালাকাটা সংখ্যালঘু সেল সহ সকল শাখা সংগঠনের কর্মীরা এই এই ধর্না মঞ্চে উপস্থিত রয়েছেন। ফালাকাটা তৃণমূলের প্রার্থী তথা ফালাকাটা ব্লক সভাপতি সুভাষ চন্দ্র রায় বলেন নির্বাচন কমিশন তৃণমূলের সঙ্গে বৈমাত্রিক সুলভ আচরণ করছে আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তার নির্বাচনী প্রচার নির্বাচন কমিশন বন্ধ করে দিয়েছে তাই তিনি আজ ধরনায় বসেছেন তাকে সমর্থন জানাতে আজ আমাদের এই ধরনা। যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শুভব্রত দে বলেন, নির্বাচন কমিশন কেন্দ্র সরকারের হয়ে কাজ করছে, তার প্রতিবাদে আজ এই ধরনায় বসে আছি। আমাদের দিদি যতক্ষণ ধারণা দেবে আমারও ততক্ষণ ধরনা দেব।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)