চলে এল চৈত্র মাসে গাজন উৎসব – ফালাকাটায় চলছে প্রস্তুতি
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১১ই মার্চ, ২০২১: চৈত্র মাসে গাজন উৎসব পালিত হয়। এর অঙ্গ হিসাবে চড়ক পুজা হয়ে থাকে। চৈত্র সংক্রান্তির দিন মফালাকাটা মূজনাই নদীর মাঠে ও পশ্চিম ফালাকাটা গ্যাস গোডাউনের পাশের মাঠে অনুষ্ঠিত হবে এই গাঁজন পুজা বা চড়ক মেলা। এই উপলক্ষে রবিবার বাজার ঘুরে ঘুরে চাঁদা সংগ্রহ করতে দেখা গেল গুরুদেব সুত্রধর, সঞ্জীব রাজবংশীদের। বিগত তিরিশ বছর যাবত শ্রী গুরুদেব সুত্রধর এই পুজা করে আসছেন, এবং পরবর্তী প্রজন্ম সঞ্জীব রাজবংশী তিন বছর হল যুক্ত হয়েছেন এর সাথে। তারা ঘুরে ঘুরে মাধূ করি করেই তাদের এই রীতি নীতি নিয়ম করে থাকেন এতই তাদের পরম্পরা।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments