৪ তলা থেকে পরে গিয়ে আহত শিশু – আর্থিক সহযোগিতায় এগিয়ে এল শিলিগুড়ির ‘সমব্যথী’
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১১ই মার্চ, ২০২১: গত ৪ঠা এপ্রিল একটা মর্মান্তিক ঘটনা ঘটে শিলিগুড়ির উত্তর সুকান্তনগর। পা হড়কে চার তলা থেকে পরে গিয়ে গুরুতর ভাবে আহত হয় আড়াই বছরের আবির চক্রবর্তী নাকে এক শিশু। শিশুটির পা এবং মস্তিষ্কে গুরুতর আঘাত লেগেছে। তাকে তৎক্ষণাৎ শিলিগুড়ির একটি বেসরকারী নার্সিংহোম ভর্ত্তি করা হয়েছে। শিশুটি এখন সেখানেই চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন চিকিৎসায় যথেষ্ট সাড়া দিচ্ছে এবং সুস্থ হতে একটু সময় লাগবে। তবে পরিবারের পক্ষ এই ব্যয়বহুল চিকিৎসা করা প্রায় অসম্ভব। শিশুটির পিতা পেশায় একজন পুরোহিত। তার বাবা শ্রী নীলমনি চক্রবর্ত্তী ও মা শিশুটিকে বাঁচাতে সকলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। আজ শিলিগুড়ি সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটি-র পক্ষ থেকে শিশুটির চিকিৎসার ব্যয় বহনের জন্য পঁচিশ হাজার টাকার আর্থিক সাহায্য করে। দুঃস্থ দম্পতির হাতে অর্থ তুলে দেন সংস্থার সদস্যরা। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শ্রী সঞ্জয় সাহা, কোষাধ্যক্ষ শ্রী শুভ রঞ্জন সাহা, শ্রীমতী শর্বাণী পাল, শ্রী অভিরূপ পোদ্দার, শ্রী রবীন্দ্রনাথ গুহ, শ্রী তীর্থ চক্রবর্তী প্রমুখ। সংস্থার পক্ষ থেকে উপস্থিত সংবাদ মাধ্যমের দ্বারা সমাজের সকল স্তরের মানুষের কাছে আবেদন জানানো হয় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যে।
ছবি: সংবাদচিত্র