আরো একটি ইচ্ছেডানার প্রশিক্ষণ শিবির শেষ হল
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ৯ই মার্চ, ২০২১: গত দু’দিনের মতো আজও মার্চ মাসের ২ তারিখ থেকে শুরু হওয়া এপ্রিলের ৩ তারিখে পর্যন্ত ৩০ দিনের প্রশিক্ষণ শিবির শেষ হয় সশস্ত্র সীমা বল এর সহযোগিতায় ধুপগুড়ি ইচ্ছেডানা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর তরফ থেকে ধরে চলা বর্ডার এলাকায় স্থানীয় মহিলাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন রকম ট্রেনিংয়ের আজ সমাপ্তি অনুষ্ঠান হল কেরন, লোকসান, জিতি ও চ্যাংমারী চা বাগানে। এই ট্রেনিং গুলোর মধ্যে ছিল মোবাইল রিপিয়ারিং, বিউটিশিয়ান, মাশরুম চাষ টেইলারিং, ফার্স্ট এইড, স্পোকেন ইংলিশ প্রভৃতি। আজ এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি.জি শ্রী পরীক্ষিত বেহারা, 17B ব্যাটেলিয়ানের ফালাকাটার কমান্ডার সাহেব হৃষিকেশ কুমার শ্রীবাস্তব, বাগান ম্যানেজার শ্রী কৈলাশ মিশ্র স্বাস্থ্য কর্মী শ্রী পৌষা ওরাও প্রমুখ আজ অনুষ্ঠানের শেষে সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত কারীদের শংসাপত্র বিলি করা হয়। আগামী দিনে আরো অন্যান্য জায়গাতেও এই প্রশিক্ষণগুলো হবে।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)