শিলিগুড়ি এবং পার্শবর্তী বিধানসভায় চলছে বিজেপির জোরকদমে জনসংযোগ
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২২শে মার্চ, ২০২১: পুরোদমে চলেছে বিজেপির নির্বাচন প্রচার। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে ডঃ শঙ্কর ঘোষ, ডাবগ্রাম – ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে শিখা চ্যাটার্জি, মাটিগাড়া – নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে আনন্দময় বর্মণ সকাল থেকে শুরু করে রাত অবধি জোরকদমে চালাচ্ছে তাদের প্রচার ও জনসংযোগ। ডঃ শঙ্কর ঘোষ আজ তার জনসংযোগ করেন শিলিগুড়ির ৩৯, ১৩, ৭, ৪৬, ১, ১১, ১২, এবং ১৩। এই সব ওয়ার্ডে ডঃ ঘোষ বিজেপির কার্যকর্তা দের সঙ্গে নিয়ে জনসংযোগ করেন। মন্দিরে দর্শন করেন ইত্যাদি। ওদিকে শিখা চ্যাটার্জিকেও দেখা যায় তার বিধান সভা এলাকায় জনসংযোগ করতে। তার এদিনের প্রচার ছিল অম্বিকানগর, হরিপুর (ফুলবাড়ি), শান্তিপাড়া, কামরাঙ্গাগুড়ি এবং পোড়াঝার এলাকা। এছারাও তিনি দেওয়াল লিখন কর্মসূচিও করেন বিজেপি কার্যকর্তাদের সঙ্গে নিয়ে। মাটিগাড়া – নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী আনন্দময় বর্মণ কেও দেখা যায় এলাকার বিভিন্ন জায়গায় জনসংযোগ করেন। সকালে তিনি করেন চায় পে চর্চা এবং তারপর থেকে শুরু হয় গ্রহ সম্পর্ক যাত্রা। যে সকল জায়গায় জনসংযোগ এবং গৃহ সম্পর্ক কর্মসূচি করেন তা হল পালপাড়া (মাটিগাড়া), কাওয়াখালি বাজার, বালাসন বাজার, শিশাবাড়ি হরি মন্দির, আঠেরোখাই এলাকা, পাথরঘাটা, শালবাড়ি বাজার, দেবীডাঙ্গা বাজার, নয়াবাজার (চম্পাসারি) ইত্যাদি। এছাড়াও ছিল মন্দির দর্শন ও পুজা।
ছবি: সংবাদচিত্র