শ্রীমদ ভাগবত কথা ও যজ্ঞানুষ্ঠান শুরু হল ফালাকাটার দলগাঁও চা বাগানে
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৮ই মার্চ, ২০২১: গতকাল শ্রী হরি সৎসঙ্গ সমিতির উদ্যোগে দ্বিতীয় বর্ষ শ্রীমদ ভাগবত কথা সপ্তাহ জ্ঞান মহা যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হল ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে। কলস যাত্রা মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রবিবার অনুষ্ঠানের শুভ প্রথম দিন। কমিটির তরফে জানা গিয়েছে, এই অনুষ্ঠানটি এক সপ্তাহ ধরে চলবে। এদিন সকালে এলাকার মহিলারা হলুদ লাল শাড়ি পরে ও মাথায় কলস নিয়ে অনুষ্ঠানে অর্থাৎ কলস যাত্রায় অংশ নেন। কলস যাত্রা টি দলগাও চা বাগানের রাম মন্দির যায় সেখান থেকে দলগাঁও চা বাগানের বিভিন্ন এলাকা পরিক্রমা করে নদী যায় সেখান থেকে জল এনে ফের পূজোর অনুষ্ঠান স্থলে ফিরে আসে। উপস্থিত ছিলেন, দলগাও চা বাগানের ম্যানেজার শ্রী গজেন্দ্র শিশোদিয়া, আয়জক কমিটির সভাপতি শ্রীমতী নিকী গোয়ালা, সম্পাদক শ্রী রিমিশ তির্কী, কোষাধ্যক্ষ শ্রী রূপেষ তির্কী, ও মূখ্য সঞ্চালক শ্রী রঞ্জিত কুজুর প্রমুখ।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)