জোটের পরে প্রথম সংযুক্ত মোর্চার মিছিল অনুষ্ঠিত হল ফালাকাটায়
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৮ই মার্চ, ২০২১: জোটের পর এই প্রথম একসঙ্গে পথে নামলো সংযুক্ত মোর্চা। দেশজুড়ে ডিজেল, পেট্রোল, কেরোসিন ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার বাম – কংগ্রেস-আইএসএফ এর যৌথ উদ্যোগে সংযুক্ত মোর্চার প্রতিবাদ মিছিল সংঘঠিত হয়।গোটা রাজ্যের সাথে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকেও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন সংশ্লিষ্ট ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকায় মিছিল বের করে সংযুক্ত মোর্চার কর্মী সমর্থকেরা। দক্ষিণ দেওগাঁও সিপিআইএম দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে আবার দলীয় কার্যালয়ে এসে মিছিল শেষ হয়। সি.পি.আই.এমের ফালাকাটা দুই নং এরিয়া কমিটির সদস্য রবীন্দ্রনাথ বর্মন বলেন, “বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম। পেট্রোল ডিজেলের দামবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে।ফলে দেশজুড়ে চলছে অর্থনৈতিক মন্দা। বেকারদের কাজ নেই। মিছিল থেকে মূলত এইসবের বিরুদ্ধেই প্রতিবাদ জানানো হয়”। এদিন মিছিলে নেতৃত্ব দেন সি পি আই এমের ফালাকাটা দুই নং এরিয়া কমিটির সদস্য রবীন্দ্রনাথ বর্মন, সদস্য বকুল দেবনাথ,সদস্য মাধব বর্মন, কংগ্রেস নেতা ললিত বর্মন সহ অন্যান্য নেতৃত্ব।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)