ভোটের আগে ভুটান সীমান্তে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, জয়ঁগা, ৪ঠা মার্চ, ২০২১: নির্বাচন আসতেই অস্ত্র উদ্ধারের খবর সারা রাজ্য জুড়ে শুরু হয়। এবারও ব্যাতিক্রম হল না উত্তরবঙ্গ। আলিপুরদুয়ার জেলার সঙ্গেই সীমান্ত রয়েছে ভুটানের। এবার সেই সীমান্তবর্তী শহড় জয়ঁগা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্ৰেপ্তার করল পুলিশ। ঘটনাস্থল এই শহরের তোর্ষা মোর এলাকার। এস.এস.বি কাছে গোপন সুত্রে আসে এবং সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ সেই যুবককে গ্ৰেপ্তার করে এস.এস.বি ৫৩ ব্যাটালিয়ন এবং জয়ঁগা থানার পুলিশ। যুবকের নাম এণ্টালি আলি এবং তার কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগজিন ও একটি গুলি উদ্ধার হয়। জয়ঁগা থানার ওসি শ্রী অভিষেক ভট্টাচার্য টি.এন.আই কে জানান “প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ছিনতাই এর উদ্দেশ্যে জয়ঁগাতে এসেছিল এই যুবক। তবে পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ”।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)