ফের ডুয়ার্স থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকা মূল্যের চন্দন কাঠ
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ২৮শে ফেব্রুয়ারি, ২০২১: ফের ডুয়ার্স থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকা মূল্যের চন্দন কাঠ। বনদপ্তর এবং এস.এস.বি’র যৌথ অভিযানে শনিবার রাতে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চা বাগান থেকে প্রায় ৩ কুইন্টাল রক্তচন্দন কাঠ উদ্ধার হয়। ডুয়ার্সের জঙ্গলে চন্দন গাছ পাওয়া যায় না, ফলে ভিন রাজ্য থেকে পুলিশ ও বনদপ্তরের নজর এড়িয়েই এই বিপুল পরিমান কাঠ পাচার করে বীরপাড়ায় জমা করা হয়েছিল বলে অদন্তকারীদের প্রাথমিক অনুমান। এদিনের অভিযানে অমিত বারা নামের এক পাচারকারীকে বনদপ্তর গ্রেফতার করে। জানা গিয়েছে বনদপ্তরের মোরাঘাট রেঞ্জ এবং এস.এস.বি’র ১৭ ব্যাটালিয়ন ফালাকাটার আধিকারিক ও কর্মীরা বীরপাড়ায় একটি বাড়িতে প্রচুর পরিমাণে চন্দন কাঠ মজুদ করে রাখার খবর গোপন সূত্রে পান। তারা ক্রেতা সেজে ফাঁদ পাতেন। ক’দিন আগে বানারহাটে এক পাচারকারীর সাথে তাদের প্রাথমিক দরদাম হয়। তার কাছ থেকে চন্দন কাঠের নমুনা নিয়ে পরীক্ষা করে দেখে তারা নিশ্চিত হন। শনিবার রাতে কাঠ কেনার জন্য বনদপ্তরের কয়েকজন কর্মী বীরপাড়া চা বাগানের ৫ নম্বর লাইনের পাচারকারীর ডেরায় পৌঁছে যান। এর পরেই বাহিনীর অন্যান্য কর্মীরা সেখানে হানা দিয়ে এক পাচারকারী সহ বিপুল পরিমান চন্দন কাঠ আটক করে। বনদপ্তরের মোরাঘাট রেঞ্জের আধিকারিক রাজকুমার পাল বলেন, ধৃতের বাড়ি থেকেই কাঠ উদ্ধার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অমিত বারার কাছে আরও চন্দন কাঠ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য পাচারচক্রের যোগ থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে চাওয়া হবে।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)