উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন ডিন হলেন শিক্ষারত্ন ডঃ রথীন বন্দ্যোপাধ্যায়
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৯শে ফেব্রুয়ারি, ২০২১: অবশেষে জল্পনার অবসান হল। অধ্যাপক ডঃ রথীন বন্দোপাধ্যায় নিযুক্ত হলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলা, বাণিজ্য এবং আইন সনদের নতুন ডিন হিসেবে। বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায় যে এই নিযুক্তি অনেক দিন ধরে ঝুলে ছিল। এর আগে এই স্থানে ছিলেন বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্জ্য অধ্যাপক ডঃ সঞ্চারী রায় মুখার্জি। তিনি বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করার পরে এই স্থানে নিযুক্ত হলেন অধ্যাপক ডঃ রথীন বন্দোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ সুত্রে জানা যায় যে ডঃ বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট সুনাম আছে বিভিন্ন মহলে। সেটা ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক কর্মী থেকে আধিকারিক মহল পর্যন্ত। সকলেই বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে খুবই খুশি। উল্লেখ্য ডঃ বন্দ্যোপাধ্যায় এর আগেও আইন বিভাগে এবং প্রবন্ধন বিভাগে সুনামের সঙ্গে বিভাগীয় প্রধানের দায়িত্ব সামলে এসেছেন। এছারাও ওনার দায়িত্বকালে এই দুটি বিভাগের অনেক অংশেই শ্রীবৃদ্ধি ঘটেছে। ডঃ রথীন বন্দ্যোপাধ্যায়ের শিক্ষার প্রতি অবদানের জন্যে এই বছর উনাকে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর শিক্ষারত্ন পুরস্কারেও ভূষিত করে। টি.এন.আই এর সঙ্গে সাক্ষাৎকারে ডঃ বন্দ্যোপাধ্যায় জানান – “খবরটা পাওয়ার পরে ভাল লাগছে। বিশ্ববিদ্যালয়ের কাছে আমি কৃতজ্ঞ যে আমার ওপর এই দায়িত্ব ন্যস্ত করেছে। আশা করছি বিশ্ববিদ্যালয়ের সকল অংশীদার কে নিয়ে, যার মধ্যে ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক কর্মী সকল কে নিয়ে এই দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারবো”। পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সনদের ডিন হিসেবে নিযুক্ত হন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সুভাষ চন্দ্র রায়। বর্তমানে উনি উদ্ভিদবিদ্যা বিভাগে রয়েছেন।