অবশেষে বানারহাটে হতে চলেছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্টপেজ
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১৩ই ফেব্রুয়ারি, ২০২১: এলাকাবসীর দীর্ঘদিনের দাবী মেনে বানারহাট স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং ফালাকাটা স্টেশানে সরাইঘাট এক্সপ্রেস এর স্টপেজ চালু হচ্ছে। কেন্দ্র সরকারের রেলমন্ত্রক শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে আপাততঃ ছয় মাসের জন্য পরীক্ষামূলক ভাবে বানারহাট স্টেশানে ১৩১৪৯/১৩১৫০ শিয়ালদহ আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং আগামী ১৬ তারিখ থেকে ফালাকাটা স্টেশানে ১২৩৪৫/১২৩৪৬ হাওড়া-গৌহাটি সরাইঘাট এক্সপ্রেস এর স্টপেজ চালু হচ্ছে। যাত্রী ঠিক মতো হলে এই স্টপেজ স্থায়ী হবে। এই খবরে এলাকায় খুশির হাওয়া। বানারহাটের বাসিন্দা আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা বলেন, তিনি নিজে বহুবার রেলমন্ত্রী পীযুষ গোয়েল এর কাছে এই বিষয়ে অনুরোধ করেছিলেন। সংসদেও এই দাবী তুলেছিলেন। তার দাবীকে মান্যতা দেওয়ায় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান সাংসদ। পাশাপাশি বারলা আরও বলেন, ডুয়ার্সের এই এলাকা থেকে বহু মানুষকে চিকিৎসার কাজে ব্যাঙ্গালোরে যেতে হয়। তিনি ইতিমধ্যেই ব্যাঙ্গালোরগামী একটি ট্রেন এবং বানারহাটে সেটির স্টপেজের ব্যাপারে রেল মন্ত্রীর সাথে কথা বলেছি। সেই দাবীও দ্রুত পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বানারহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক অশোক কনসাল বলেন, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও দীর্ঘদিন ধরেই এই দাবীতে তারা আন্দোলন করে আসছিলেন।সবুজ সংকেত অনেক আগে পেলেও এতদিন কোনো কারণে তা আটকে ছিল। এই এলাকা থেকে জন বারলা সাংসদ হবার পর তারা সাংসদ এর দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে সেই দাবী পূরণ হওয়ায় শুধু ব্যবসায়ী মহলেই নয় বানারহাটের আপামর জনসাধারণ দারুন খুশি। এতদিন কোলকাতা যেতে হলে ৪৫ কিলোমিটার দূরে গিয়ে মালবাজার অথবা ২৫ কিলোমিটার দূরে গিয়ে দলগাওঁ স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হত। ফালাকাটার পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয় শিক্ষক ডঃ প্রবীর রায় চৌধুরী বলেন ‘ফালাকাটা পৌরসভায় উন্নীত হওয়ার পাশাপাশি সরাইঘাট এক্সপ্রেসের মত দ্রুতগামী ট্রেন ফালাকাটাতে দাঁড়াবে এ অত্যন্ত আনন্দের খবর। বলা বাহুল্য কলকাতার যাত্রাপথ যেমন কয়েক ঘন্টা কমে গেল সঙ্গে এতদঞ্চলের আর্থিক বিকাশে সহায়ক হবে।