ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ফালাকাটায় ‘পথশ্রী’ অভিযান প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৩রা অক্টোবর, ২০২০: গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে ‘পথশ্রী’ অভিযান প্রকল্পের আওতায় রিমোট ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ফালাকাটা ব্লকের ফালাকাটা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাস্তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দোপাধ্যায়। এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন জেলায় ১২ হাজার কিলোমিটার গ্ৰামীণ রাস্তা নতুন করে তৈরি ও পুরান রাস্তার সংস্কার করা হবে। এদিন মূল অনুষ্ঠানটি হয় জলপাইগুড়ির জেলার ফুলবাড়িতে। সেখান থেকে রাজ্যের পঞ্চায়েত দফতরের ‘পথশ্রী’ অভিযান প্রকল্পের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন মুখ্যমন্ত্রী ফুলবাড়ির রাজগঞ্জ ব্লকের পূর্ব ধানতলা গ্রামে সেই কাজেরই সূচনা করলেন। ফালাকাটার এই অনুষ্ঠানে উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শ্রী ইন্দ্রজীত তালুকদার, ফালাকাটার বিডিও শ্রী সুপ্র্তীক মজুমদার, পঞ্চায়েতে সমিতির সভাপতি শ্রী সুরেশ লালা, প্রধান শ্রী বিকাশ কুন্ডু প্রমুখ। এই উদ্বোধনের কাজ চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। এদিন অনুষ্ঠানমঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপাতত ১২ হাজার কিলোমিটার, পরে আরও গ্রামীণ রাস্তার সংস্কারের কাজ করা হবে। রাজ্য জুড়ে আমফান–সহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গ্রামীণ রাস্তা। সেগুলিকে যানবাহন চলার উপযুক্ত করে তোলার জন্যই এই পথশ্রী অভিযানের সূচনা’। ফালাকাটার বিডিও শ্রী সুপ্র্তীক মজুমদার বলেন, ‘ফালাকাটা ব্লকের প্র্তিতি গ্রাম পঞ্চায়েতে মিলে মোট ১৪টি রাস্তার কাজ করা হবে। আজ ম্যাডাম আনুশ্ঠানিক উদ্বোধন করলেন। আমাদের এই রাস্তাগুলী পর্যায় ক্রমে ১৫ তারিখ পর্যন্ত উদ্বোধন করা হবে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)