ভোলা নালার ভাঙ্গনের কবলে দলসিংপাড়া, ক্ষতিগ্রস্ত এলাকাবাসী
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, হাসিমারা, ২৫শে সেপ্টেম্বর, ২০২০: ভোলা নালার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত দলসিংপাড়া এলাকার কয়েকটি পরিবার। প্রতিবছর বর্ষায় হাসিমারা ও দলসিংপাড়া এলাকায় রুদ্র রূপ ধারণ করে ভোলা নালা। প্রতি বর্ষায় ভোলা নালার জলে হাসিমারা ও তার পার্শ্ববর্তী এলাকায় বন্যা পরিস্থিতি উদ্ভব হয়। ভোলা নালার ভাঙ্গনে এবছর দলসিংপাড়া স্টেশন লাইন এলাকার বেশ কয়েকজনের জমি চলে গিয়েছে এবং প্রতিনিয়ত ভাঙ্গন চলছে। ভোলা নালার ভাঙ্গনে এলাকার বহু জমি ও জমিতে লাগানো মুল্যবান গাছ বীলিন হয়ে গিয়েছে। এলাকার বাসিন্দারা জানান এই এলাকায় বুনো হাতির খুব উপদ্রব এবং আমরা আগে জমিতে চাষাবাদ করতাম কিন্ত বুনো হাতি এসে সব সাবার করে দিত। তাই চাষাবাদ ছেড়ে আমরা জমিতে বিভিন্ন গাছ লাগাতে শুরু করলাম গাছ বড় হলে তা থেকে আমাদের আয় হবে। গাছ গুলো বড় হয়েছিল কিন্ত ভাগ্যের নিদারুণ পরিহাস এবছর ভোলা নালার ভাঙ্গনে বহু গাছ চলে গেল। এই বিষয়ে এলাকার বাসিন্দা গোপাল থাপা জানান এলাকার পাঁচ জনের জমি, ভাঙ্গনের কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রত্যেকেরি প্রচুর মূল্যবান গাছ বীলিন হয়ে গিয়েছে যদি শীঘ্র ভাঙ্গন রোধে ব্যবস্থা না নেওয়া তাহলে বাকি জমিটুকুও ভোলা নালার গর্ভে বীলিন হয়ে যাবে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)