ফালাকাটার তাসাটি ও দলগাঁও চা বাগানে আয়োজিত হল করম পূজো
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ৩১শে অগাস্ট, ২০২০: শনিবার সন্ধ্যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা মেতে উঠলেন তাদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব করম পূজোর আনন্দে। ফালাকাটা ব্লকের তাসাটি ও দলগাঁও চা বাগানে আয়োজিত হল করম পূজো। আদিবাসী সম্প্রদায়ের প্রধান উৎসব করম পূজো। মূলত প্রকৃতির পূজো হয়। ধামসা মাদলের তালে নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে সারারাত ব্যাপী চলে করম পূজো। ভাদ্র মাসের ‘করম দেবতার পূজা উপলক্ষে মূলত করম উৎসব পালিত হয়। আদিবাসী সম্প্রদায়ের অত্যন্ত জনপ্রিয় উৎসব ‘করম উৎসব। মূলত শস্যকেন্দ্রিক এই উৎসব পালিত হয়। এলাকার অবিবাহিত মেয়েরা নদী থেকে বালু এনে তার সঙ্গে সাত রকম শস্য দানা মিশিয়ে সাত দিন ধরে সন্ধ্যা বেলায় একত্রিত হয়ে করম গীত গায়। এরপর জঙ্গল থেকে ‘করম দেবতার পূজার উপাচার কাঠ, ফুল, ফল সংগ্রহ করে এনে একাদশীর দিন করম দেবতার পুজো করা হয়। ধামসা, মাদলের সঙ্গে নাচ গান চলে উৎসবের সময়। তাসাটি চা বাগান করম পূজা কমিটি সম্পাদক সাহাদুর কুজুর জানান, “সন্ধ্যায় শুরু হয় মূল পুজো। মূলত প্রকৃতিকে সন্তুষ্ট রাখতেই এই পুজোর আয়োজন। প্রকৃতিই মানব সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে। এছাড়া এই পুজোর মধ্য দিয়ে বোনেরা দাদা ও ভাইদের মঙ্গল কামনা করে। তিনি জানান রবিবার সকালেই নদীতে করম বিসর্জন দেওয়া হবে”।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)