বাইক অ্যাক্সিডেন্ট কে কেন্দ্র করে রাজনৈতিক চাপানতর, প্রতিবাদে মিছিল ফালাকাটায়
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ৩০শে অগাস্ট, ২০২০: সিপিআইএম এর তিন কর্মী আক্রান্ত হন ফালাকাটা ব্লকের দেওগাঁও অঞ্চলের পূর্ব দেওগাঁওয়ে। সিপিআইএমের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা পরিকল্পিত ভাবে কর্মীদের উপর আক্রমন করে। এই ঘটনার প্রতিবাদে উত্তর দেওগাঁও গোবিনের হাটে দলের পক্ষ থেকে বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয়ে এলাকা পরিক্রমা করে। মিছিলে এলাকার বহু কর্মী সমর্থক সহ স্থানীয় নেতৃত্ব অংশগ্রহন করেন। মিছিল শেষে গবিণের হাট বাজারে পথ সভা করে সিপিআইএম। ব্লকের পূর্ব দেওগাঁয়ে কিছু পরিবার দল ত্যাগ করে তৃণমূল থেকে সিপিআইএম এ আসবে, সেই কর্মসূচি মোতাবেক সন্ধ্যায় কর্মীরা সেখানে যাচ্ছিল, তিন কর্মী সভায় যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল কর্মীরা অতর্কিতে আক্রমন চালায় বলে অভিযোগ। গুরুতর আহত হন মহিরুল হক, গৌরাঙ্গ আর্য, হাফিজুল হক নামে তিন সিপিআইএম কর্মী।এর মধ্যে মহিরুল হকের আঘাত গুরুতর বলে খবর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য হামলা চালানোর মতো কোনো ঘটনা ঘটেনি। তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছে, একটি বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে বচসা হয়। এর ফলে একজন সিপিআইএম কর্মী আহত হন। এই বিষয়ে সিপিআইএমের ফালাকাটা দুই নং এরিয়া কমিটির সম্পাদক বলেন, অভিযোগ ভিত্তিহীন। মানুষ তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে লাল ঝান্ডার তলায় আসতে দেখে পরিকল্পিত ভাবে এই হামলা চালায় বলে জানান তিনি।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)