ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় পালন করল জাতীয় ক্রীড়া দিবস
বাংলাডেস্ক, টী.এন.আই, বাঁকুড়া, ২৯শে অগাস্ট, ২০২০: শনিবার (২৯শে আগস্ট) হকির জাদুকর ধ্যানচাঁদের ১১৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগ পালন করল জাতীয় ক্রীড়া দিবস। এ উপলক্ষে তারা আয়োজন করেছিল বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্যের (যুগ্ম সম্পাদক, সংবাদ প্রতিদিন) সাথে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে গৌতমবাবু মূলতঃ আলোচনা করেন যে আমরা যাদেরকে খুব সফল বলে মনে করি, আসলে তারাও কিন্তু ব্যর্থতার মধ্যে দিয়ে যাওয়া লোক। এই প্রসঙ্গে উদাহরন হিসেবে তিনি নিয়ে আসেন শচীন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, পি. ভি. সিন্ধু, লিয়ান্ডার পেজ সহ অনেকের জীবন কাহিনী। এঁদের সকলকেই আমরা সফল মানুষ হিসেবে জানলেও আসলে এঁদের সকলকেই সাফল্য ও ব্যর্থতা সমানভাবে ঘিরে ছিল। এঁরা নিজ নিজ কৃতিত্বে ব্যর্থতাকে দূরে সরিয়ে সাফল্যকে গলার মুকুট করেছেন। কাজেই ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন যে, হতাশা কে একেবারেই প্রশ্রয় দেওয়া চলবে না। এছাডাও তাঁর বক্তব্যে স্থান পায় যে, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেতে গেলে কিভাবে বাঁকুড়া এর মত প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়ার তুলে আনা খুব জরুরি। এসব জায়গায় অনেক প্রতিভা, এদের তুলে আনতে হবে সঠিক সময়ে। ‘জাতীয় ক্রীড়া দিবস’ উপলক্ষে একটি অনলাইন কুইজ প্রতিযোগিতারও আয়োজন করেছিল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগ। এই কুইজ অনুষ্ঠানটি ছিল বাঁকুড়ার সব মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্র ছাত্রী দের জন্যে। মোট ১৩০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল এই অনলাইন কুইজ প্রতিযোগিতায় যার মধ্যে ৩৫ জন সফল প্রতিযোগীকে পরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পুরস্কৃত করা হবে। ওপরের ২টি অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক দেব নারায়ন বন্দ্যোপাধ্যায়। ২টি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এর নিবন্ধক ডঃ সুবীর কুমার রায়। বিশ্ববিদ্যালয় সূত্রে এ খবর জানিয়েছেন ক্রীড়া আহ্বায়ক ডঃ কৌশিক ঘোষ।