ফালাকাটায় শুরু হল ৫ দিন ব্যাপী আর্ট এক্সিবিশন
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা ৩০শে মার্চ, ২০১৯: ফালাকাটায় শুরু হলো আর্ট এক্সিবিশন। অঙ্কনিকা অ্যাকাডেমীর উদ্যোগে ফালাকাটা টাউন ক্লাবে পাঁচদিন ব্যাপী শুরু হলো আর্ট এক্সিবিশন। সূত্রের খবর এই প্রথম ফালাকাটায় এই ধরনের আর্ট এক্সিবিশন দেখবার জন্য ভিড় চোখে পড়ার মতন। এখানে এর পাশাপাশি প্রতিদিনই থাকছে প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই প্রতিষ্ঠানের অঙ্কন প্রশিক্ষক রঞ্জিত সরকার বলেন, আর্টের প্রতি ঝোক বেড়েছে। এবং এই শিক্ষায় কর্মসংস্থান এর প্রচুর সুযোগ রয়েছে। আমার এখান থেকে আর্ট শিখে এখন আমার ছাত্রছাত্রী জুয়েলারি ডিজাইনিং, ফ্যাশান ডিজাইনিং, ইন্টেরিয়র ডিজাইনিং প্রভৃতিতে রোজগারের একটি ভালো জায়গা করে নিয়েছে। এই প্রদর্শনীর সাথেসাথে কোন পেইন্টিং কেউ কিনতে চাইলে শেষের দিন তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)