ফালাকাটায় পানীয় জল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৭ই মার্চ, ২০১৯: ফালাকাটায় ভোটের আগে শিলান্যাস ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর্ব চলছে। সেই ধারাবাহিকতায় আজ তিনটি নতুন পানীয় জল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা। উপস্তিত ছিলেন ফালাকাটা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বিকাশ কুন্ডু, গ্রাম পঞ্চায়েত সদস্য অভিজিত রায় জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের সহকারী বাস্তুকার তরুব্রত রায়, জুনিয়ার বাস্তুকার চন্দন বর্মণ সহ এলাকাবাসী ।জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের সহকারী বাস্তুকার তরুব্রত রায় বলেন, মোট ১৭ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যায়ে তিনটি রিজার্ভার, পাম্পহাউস, স্টেন্ড পোষ্ট ও প্রয়োজন অনুসারে নতুন করে এক্সটেনশন করাহবে। রিজার্ভারগুলির জলধারন খামতা একটি ৯০০ ঘন লিটার ও বাকি দুটি ৫৫০ ঘন লিটার করে। এখান থেকে জনপ্রতি ৭০ লিটার প্রতিদিন জল সরবরাহ করা হবে এবং বাড়ি বাড়ি জল সরবরাহ চালু হলে জনপ্রতি ১৩৫ লিটার প্রতিদিন জল সরবরাহ হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা বলেন বড় রিজার্ভারটি হবে সুভাষ কলোনিতে ও বাকি দুটি হবে কলেজ পাড়া এবং চুয়াখোলায়। আগামী একবছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে। ফালাকাটা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বিকাশ কুন্ডু বলেন, প্রায় ৪০ বছর আগের রিজার্ভার এখন আর চলার উপযুক্ত নেই। জনসংখ্যা বাড়ার সাথে সাথে চাহিদা বেড়েছে। পাইপগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে পাল্টানো প্রয়োজন। এর জন্য নতুন করে তিনটি রিজার্ভার তৈরি করে সুস্থ ও পরিস্রুত পানীয় জল পরিষেবা প্রদান।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)