ফালাকাটার কৃষকেরা হিমঘরে বন্ড না পেয়ে রাস্তা অবরোধ করলো
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকটা, ৫ই মার্চ, ২০১৯: হিমঘরে আলু রাখার বন্ড না পেয়ে ফালাকাটা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে, ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দিলেন ক্ষুব্ধ কৃষকেরা। ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধের ফলে আটকা পরে যায় বহু যানবাহন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় শুধু তাদের ছাড় দেওয়া হয়। অবরোধের প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে আসে পুলিশ। প্রায় ঘন্টা দুয়েক আটকে থাকার পর ফালাকাটা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর প্রশাসন কৃষক ও গ্রাম পঞ্চায়েত কর্তিপক্ষ আলোচনার পর অবরোধ তুলে নেয়। কৃষকরা অভিযোগ করে, বন্ড দেবার জন্য আজ তারিখ দিয়েছিল, আমরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসেছি কিন্তু উপ প্রধান চঞ্চল অধিকারী আমাদের সাথে খারাপ ব্যাবহার করে বন্ড দেবেনা বলে তাড়িয়ে দেয়।
এর জন্যই অঞ্চল অফিস তালা মেরে বন্ধ করে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। এর পর কৃষকদের প্রয়োজনীয় নথি, কেসিসি, জমির খতিয়ান, জমির পাট্টা প্রভৃতি খতিয়ে দেখে প্রকৃত কৃষকদের হিমঘরে আলু রাখার কৃষকদের বন্ড দেওয়া শুরু করে ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। প্রধান অপর্ণা ভট্টাচার্য্য বলেন, আমরা সরকারি নিয়ম মেনেই হিমঘরে আলু রাখার জন্য বন্ড দেবার জন্য চাষীদের জানিয়েছি কিন্তু দুই পক্ষের ভুল বোঝাবুঝির জন্য একটু সমস্যা হয়েছে। আমরা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিয়ে বন্ড দেওয়া শুরু করেছি। ব্লক কৃষি আধিকারিক ড. সুদেষ্ণা দাস জানান, বন্ডের কালোবাজারি বন্ধ করার জন্য চাষীদের সরাসরি বন্ড দেবার জন্য অঞ্চল গুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে। চাষীদের কি ভাবে বন্ড দেওয়া হবে সেবিষয়ে সিধান্ত নেবে প্রধান।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)