শিবরাত্রিতে ভুটানের বুকে ধামে পূর্নার্থীদের ঢল
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ৫ই মার্চ ২০১৯: শিব রাত্রি উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও সেজে উঠেছে প্রতিবেশী দেশ ভুটানের পূণ্যতীর্থ ‘বুকে ধাম’। বানারহাট থানার ভারত ভুটান সীমান্ত এলাকা চামুর্চি হয়ে এই বুকে ধামে যেতে হয়। পাহাড়ের পাদদেশে খানা ভরতি নদীর ধারে বাহন রেখে প্রায় সাত কিলোমিটার পায়ে হেঁটে পাহাড়ী চড়াই পথে সেখানে পৌঁছাতে হয়। এমনিতে বর্ষার সময় বাদে প্রায় সারাবছরই বুকে ধামে পূণ্যার্থীদের আনাগোনা থাকে। তবে শিবরাত্রী উপলক্ষ্যে এলাকা যেন জন সমূদ্রের রূপ নেয়। আজ খানবর্তি নদীর ধারে গিয়ে দেখা গেল কয়েকশত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ঐ স্থানে চামুর্চি বাজার এলাকার চন্দ্র বিশ্বকর্মা, সাগর থাপা, বিনোদ আগরওয়ালা, খোকন সাহা, চন্দন শর্মা এর মতো ১০ -১২ জন ধর্মপ্রাণ মানুষ সকল পূণ্যার্থীকে পানীয় জল, জুস, খিচুড়ি, পুরী সব্জি, জিলিপি ইত্যাদি বিতরণ করার জন্য ভান্ডারা খুলে বসেছেন। তারা জানান, রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত প্রায় তিন হাজারেরও বেশি পূণ্যার্থী বুকে ধামে গিয়েছেন। তাদের সকলকে বিনামূল্যে পেট পুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। গত প্রায় ১০ বছর ধরেই তারা এই কাজ করে আসছেন। উল্লেখ্য, এদিন সুদূর রায়গঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ইত্যাদি বিভিন্ন এলাকা থেকে পূণ্যার্থীদের বুকে ধামে পুজো দিতে আসতে দেখা গেছে।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)