তৃনমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে বিজেপ, মাথাভাঙ্গায় রাস্তার কাজ আটকে গেল
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, মাথাভাঙ্গা, ২৫শে ফেব্রুয়ারি, ২০১৯: ফের গ্রামীণ সড়ক যোজনার কাজে চরম বিতর্ক৷ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরির কাজ নিম্নমানের হচ্ছে৷এমন অভিযোগ তুলে রাস্তার কাজ আটকে বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। সোমবার ঘটনাটি ঘটেছে কুচবিহারের মাথাভাঙ্গা ১নং ব্লকের বৈরাগীরহাট গ্রামপঞ্চায়েতের জমিরডাঙ্গা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নয়ারহাট খাগরিবাড়ি কালভার্ট থেকে জমিরডাঙ্গা বটতলা পর্যন্ত তিন কিলোমিটার পিএমজিওয়াই কাজ চলছে গত দুই আড়াই মাস ধরে।দের কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে সেই রাস্তা। একাধিকবার সংশ্লিষ্ট কাজের ঠিকাদারকে বাধা দেওয়া সত্ত্বেও অভিযোগ তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছেন। এদিন ওই রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন স্থানীয় এলাকার বাসিন্দারা।ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় তৃনমূল কংগ্রেস নেতা সুলতান মিয়া ও অমর রায়। তাঁরা সেখানে এসে গ্রামবাসীদের সাথে কথা বলেন। দ্রুত এই বিষয়টি মিটে যাবে বলে তারা জানিয়েছেন। বৈরাগীহাট এলাকায় রাস্তাঁর কাজ বন্ধ করে দেওয়া প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান শম্পা রায় চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। দ্রুত ওই সমস্যার সমাধান করে রাস্তার কাজ শুরু হবে। সংশ্লিষ্ট এলাকার বিধায়ক হিতেন বর্মন জানান আমি কলকাতায় আছি। কি হয়েছে জানি না। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।
সংবাদচিত্র