কলেজ পাড়ায় মদের দোকানের লাইসেন্স: বাতিলের দাবীতে ডেপুটেশন ফালাকাটায়
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৩শে ফেব্রুয়ারি, ২০১৯: ফালাকাটা নেশা বিরোধী কমিটির পক্ষথেকে ফালাকাটার কলেজপাড়ায় নতুন মোদের দোকানের লাইসেন্স বাতিলের দাবিতে বিডিও কাছে গণ স্বাক্ষর সম্বলিত ডেপুটেশন দেওয়া হলো। তাদের দাবি মোদের দোকান হলে এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ বৃদ্ধি পাবে। এলাকার ছাত্রছাত্রীদের লেখাপড়ার খতি হবে। এলাকার সুষ্ঠ পরিবেশ নষ্ট হবে। এলাকার বাসিন্দা আকরম হোসেন বলেন, মসজিদ সংলগ্ন এলাকার মধ্যে মদের দোকানের লাইসেন্স প্রদান করা যায় না। আর কলেজপাড়া মসজিদের কিছুটা দূরত্ব মধ্যে লাইসেন্স দেবার প্রক্রিয়া চালাচ্ছে আবগারী দপ্তর এর প্রতিবাদে আমরা সবাই সামিল হয়েছি। সরকারি লাইসেন্স যেই জায়গায় দিচ্ছে সেটা সম্পূর্ণ বেআইনি। আমরা এর প্রতিবাদ করছি। বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। বিষয়টি উর্ধতন কর্তিপক্ষকে জানান হবে।
ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)