এন.বি.এস.টি.সি’কে হাড়িয়ে ৮ উইকেটে জিতল শিলিগুড়ি সুভাষ স্পোর্টিং
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৯ই ফেব্রুয়ারি, ২০১৯: শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পর্ষদ পরিচালিত ২০১৮-১৯’র প্রথম ডিভিশন ম্যাচে আজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পরস্পর মুখোমুখি হয়েছিল শিলিগুড়ি সুভাষ স্পোর্টিং ক্লাব এবং এন.বি.এস.টি.সি। প্রথমে টসে জিতে এন.বি.এস.টি.সি ব্যাট করে ৪৫ ওভারে সব উইকেটের বিনিময়ে ১৪৬ রান করে। এন.বি.এস.টি.সি’র হয়ে খুব ভালো ব্যাট করে রান করেন গুড্ডু কুমার রায় (২৭), এবং রাজু মণ্ডল (২৭)। শিলিগুড়ি সুভাষ স্পোর্টিং ক্লাবের হয়ে ৪ উইকেট দখল করে বিশ্বজিৎ ভৌমিক এবং ২টি করে উইকেট দখল করে দীভাংস তাঁতি ও উজ্জল ভার্মা। জবাবে ব্যাট করতে নেমে শিলিগুড়ি সুভাষ স্পোর্টিং ক্লাব ২৪.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে জয়ের জন্যে প্রয়োজনীয় রান তুলে নেয়। শিলিগুড়ি সুভাষ স্পোর্টিং ক্লাবে’র হয়ে রান করে অভিজিৎ ছেত্রী (৭৮) এবং বিভাস রায় (২৩)।এন.বি.এস.টি.সি’র হয়ে ২টি উইকেট দখল করে পরিতোষ সাহা। শিলিগুড়ি সুভাষ স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে জয় লাভ করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় শিলিগুড়ি সুভাষ স্পোর্টিং ক্লাবের অভিজিৎ ছেত্রী।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)