ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে রায়গঞ্জে কর্মশালা আয়োজন করল নির্বাচন কমিশন

পার্থ চ্যাটার্জি (টি.এন.আই রায়গঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ১৬ই ফেব্রুয়ারি, ২০১৯: নির্বাচনে ইভিএম ব্যবহারের ক্ষেত্রে যাবতীয় ধোয়াশা কাটানোর জন্য সাংবাদিকদের নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করলো ইলেকশন কমিশন। শনিবার রায়গঞ্জের কর্ণজোরার মাল্টিপারপাস হলে জেলার সাংবাদিকদের নিয়ে আগামী নির্বাচনে ভিভিপ্যাট মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জেলার ভারপ্রাপ্ত নির্বাচনি আধিকারিক শুভেন্দু রায়। সাংবাদিকদের সামনে তিনি ইভিএমের কার্যকারিতা বিস্তারিত ভাবে আলোচনা করেন। তিনি জানান বর্তমানে ব্যবহৃত এম থ্রি ইভিএম মেশিন আগের থেকেও অনেক উন্নতমানের। এবার নির্বাচনে ভিভিপ্যাট মেশিন ব্যবহার করা হচ্ছে যাতে ভোট দাতার নিজের ভোট নিজের জায়গায় পরেছে কিনা তা এই মেশিনের ডিসপ্লেতেই দেখতে পাবেন। পাশাপাশি তিনি বলেন ভিভিপ্যাটে ভেতরে ভোটদাতার ভোটের একটি প্রিন্ট স্লিপ ভেতরে জমা থাকবে। যদি কখনো মেশিন থেকে ডেটা রিড করতে কোন সমস্যা হয় তাহলে এই স্লিপগুলো থেকে সাহায্য পাওয়া যাবে৷ একজন ভোটদাতার ভোট সম্পূর্ণ গোপনীয় থাকবে। বিগত নির্বাচনে বিভিন্ন সময়ে ইভিএম সংক্রান্ত নানারকমের অভিযোগ উঠে আসার কারনে নির্বাচন কমিশনের নির্দেশে ডেমো ইভিএম নিয়ে শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামগুলিতেও যাওয়া হচ্ছে। ইভিএম নিয়ে বহু মানুষে নানারকম প্রশ্ন আছে সেগুলোর সঠিক উত্তর দেওয়া হচ্ছে৷ ইভিএম নিয়ে বহু মানুষ নানা রকম প্রশ্ন করছেন তাদের মনের ধোঁয়াশা যতটা সম্ভব মেটানোর চেষ্টা করা হচ্ছে৷ ইতিমধ্যেই সব রাজনৈতিক পার্টির প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএম গুলোর প্রথম দফা পরীক্ষা করা হয়েছে। এবারে কিছু সংখ্যক ইভিএম গুলোকে নিয়ে সাধারণ ভোটাদের কাছে যাওয়া হচ্ছে তাদের ইভিএম ও ভিভিপ্যাট সম্পর্কে সচেতন করার জন্য৷ এদিনের কর্মশালায় ভারপ্রাপ্ত নির্বাচনি আধিকারিক শুভেন্দু রায় ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক।

ছবি: পার্থ চ্যাটার্জি (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!