ফের ইসলামপুর বাইপাসের জমিহারাদের নিয়ে আন্দোলনে বিধায়ক ভিক্টর
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১৪ই ফেব্রুয়ারি, ২০১৯: রাজ্য সরকারের বিরুদ্ধে ভাওতাবাজির অভিযোগ এনে বাইপাস প্রকল্পে জমিহারাদের ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে অনির্দিষ্টকালের ধরনা বিক্ষোভ। চাকুলিয়ার বিধায়ক ফরওয়ার্ড ব্লকের আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের নেতৃত্বে বৃহস্পতিবার থেকে শতাধিক জমিহারা পুরুষ মহিলা শিশুরা ধরনা বিক্ষোভে সামিল হয়েছে। জানা গিয়েছে, ইসলামপুর বাইপাস প্রকল্পে জমিহারাদের রাজ্য সরকারের পক্ষ থেকে গীতাঞ্জলি প্রকল্পে ঘর, ক্ষতিপূরণের অর্থ, পরিবার পিছু একজনের সরকারী চাকরী, সিভিক পুলিশের চাকরীর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কোনও প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এদিন থেকে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে শতাধিক জমিহারারা অনির্দিষ্টকালের ধরনা বিক্ষোভে সামিল হয়েছে। জমিহারারা জানিয়েছেন, বহু প্রতিশ্রুতি তাঁরা শুনেছেন এখন আর তাঁরা কিছু শুনতে চান না। ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তাঁদের ধরনা বিক্ষোভ চলবে। চাকুলিয়ার বিধায়ক ফরওয়ার্ড ব্লকের আলী ইমরান রমজ ওরফে ভিক্টর বলেন, রাজ্য সরকারের মন্ত্রী গৌতম দেব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই মতো এখানকার এসডিও, ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় তৃণমূলের নেতারাও কথা দিয়েছিলেন পরিবারপিছু দুটি করে গীতাঞ্জলির ঘর, ২৪ ঘন্টার মধ্যে ক্ষতিপূরণের টাকা কৃষকের আকাউন্টে, শিক্ষিত যুবকযুবতীদের সরকারী চাকরী এছাড়া সিভিক পুলিশের চাকরি কিন্তু কিছু দেয়নি এই ভাওতাবাজির সরকার। তাই এই সবকিছু না পাওয়া পর্যন্ত ধরনা চলবে।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)