“যদি মমতাদি ভোট চায়, তাহলে মদের লাইসেন্স যেন ফিরিয়ে নেয়”
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, মাথাভাঙ্গা, ১৩ই ফেব্রুয়ারি, ২০১৯: মুখ্যমন্ত্রী ভোট চাইলে মদের লাইসেন্স ফিরে নাও, রাজ্য সড়কের ধারে নূতূন মদের দোকান ভেঙ্গে দিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা৷ অবরোধের জেরে ব্যপক যানজট সৃষ্টি হয়৷ কুচবিহারের মাথাভাঙ্গার ১নং ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পাইকেরটারি এলাকার ঘটনা৷ সুত্রের মারফৎ জানা গেছে ওই এলাকায় রাজ্যে সড়ক ১৬’র ধারে নতুন করে মদের লাইসেন্স নিয়ে দোকান চালু করছেন এক ব্যক্তি৷ ইতিমধ্যে সে দোকান ঘর বানিয়েছেন৷ এই ঘটনা এলাকার মহিলারা জানতে পারেন যে সেখানে মদের দোকান হচ্ছে৷ এরপর কয়েকশ মহিলা আজ সকালে সেই দোকান ভেঙ্গে দিয়ে দুপুর ১২টা থেকে রাজ্যে সড়ক অবরোধ শুরু করে৷ টানা তিন ঘণ্টার অবরোধের জেরে বন্ধ হয়ে যায় সকল যানচলাচল৷ ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ৷ উত্তেজনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী৷ ঘরাতস্থলে পুলিশ লিখিত বয়ানে সই নিয়ে জানিয়ে দেয় ওই এলাকায় কোন মদের লাইসেন্স বা নতুন করে মদের দোকান হবেনা৷ মহিলারা তখন অবরোধ তুলে নেন৷ বিক্ষোভকারী মহিলাদের মধ্যে ঝর্ণা বর্মণ, গিরবালা বর্মণ, শেফালী রায় জানান “মদের লাইসেন্স সহ এই এলাকায় মদের দোকান যাতে না হয়”। তারা আরও বলেন “মুখ্যমন্ত্রী যদি ভোট চান তাহলে লাইসেন্স যেন ফিরিয়জেন্নেন”৷ স্থানীয় বাসিন্দা শ্রী পরিতোশ বর্মণ জানান “এই এলাকায় মদের দোকান হলে সমাজ নষ্ট হবে, আমরা চাই লিখিতভাবে যাতে এখানে কোন মদের দোকান যেন তৈরি না হয়৷
সংবাদচিত্র ও ভিডিও