এস.এম.কে.পি ক্রিকেটে ১৩৬ রানে স্বস্তিকার বিরুদ্ধে জিতল শিলিগুড়ি জি.টি.এস
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১২ই ফেব্রুয়ারি, ২০১৯: গতকাল শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের পরিচালনায় ২০১৮-১৯ সুপার ডিভিশন ক্রিকেট লীগের খেলায় গতকাল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ি স্বস্তিকা যুবক সংঘ এবং শিলিগুড়ি জি.টি.এস। প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি জি.টি.এস। সেই মোতাবেক শিলিগুড়ি জি.টি.এস প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৩০ রানের পাহাড় তৈরি করে। শিলিগুড়ি জি.টি.এস’র হয়ে সেঞ্চুরি করে নবাঙ্কুর ঘোষ (১১০)। শিলিগুড়ি স্বস্তিকা যুবক সংঘ’র হয়ে একটি করে উইকেট পান অংকিত সিং, শুভঙ্কর সাহা, এবং অলোক দাস। এরপর ২৩১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে মাঠে নামে শিলিগুড়ি স্বস্তিকা যুবক সংঘ। মাত্র ২৭ ওভারেই ৫ উইকেট হাড়িয়ে শিলিগুড়ি স্বস্তিকা যুবক সংঘ মাত্র ৯৪ রান করে আটকে যায়। শিলিগুড়ি স্বস্তিকা যুবক সংঘ’র হয়ে সর্বোচ্চ ৩০ রান করে শুভঙ্কর সাহা। যথারীতি শিলিগুড়ি জি.টি.এস গতকালকের খেলায় ১৩৬ রানে জয়লাভ করে।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)