ফালাকাটায় অনুষ্ঠিত হল ৭ম বর্ষ গ্রামীণ চিকিৎসকদের সাধারণ সভা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২রা ফেব্রুয়ারি, ২০১৯: গ্রামীণ চিকিৎসকদের (আর.এম.পি.এ) ফালাকাটা ব্লক কমিটির ৭ম বর্ষ বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো ফালাকাটা সুভাষপল্লী ইউনিট সভা কক্ষে। এদিনের অনুষ্ঠানে বিগত বছরের আয় ও ব্যায় এর হিসাব পেশ ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এই সভা থেকেই এদের বিভিন্ন দাবিদাবা উঠে আসে। এরমধ্যে এদের মূল দাবিগুলো হলো, সরকারি সাহায্য প্রদান, তাদের পেশার সরকারি সিক্রিতি, নিয়মিত প্রশিক্ষণের ব্যাবস্থা করা, সরকারি পরিচয়পত্র প্রদান শহ বিভিন্ন দাবি নিয়ে সরকারের দারস্থ হবেন বলে জানান গ্রামীণ চিকিত্সকদের (আর.এম.পি.এ) ফালাকাটা ব্লক সম্পাদক নুরবক্ত বসুনিয়া।
ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments