প্রাইভেট স্কুল শিক্ষকদের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে যাবে তৃনমূলের প্রাইভেট টিচার সংগঠন
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৬ই জানুয়ারি, ২০১৯: আজ শিলিগুড়ির হিমাচল বিহারে পশ্চিম বঙ্গ তৃনমূল প্রাইভেট স্কুল শিক্ষক সংগঠন (ডাব্লু.বি.টি.পি.এস.টি.এ) এর এক সভায় এই অঞ্চলের প্রাইভেট স্কুলের শিক্ষক সমাজের ওপর বিভিন্ন রকম শোষণের কথা তুলে ধরা হয়। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির অধ্যক্ষ শ্রী বিভাস চক্রবর্তী, শ্রী অম্বুজ কুমার রায়, শ্রী সনত সরকার প্রমুখ। এছারাও ছিলেন ডাব্লু.বি.টি.পি.এস.টি.এ যুগ্ম আহ্বায়ক শ্রী রঘুবংশ সিং এবং শ্রীমতী নিলিমা কুজুর। এর বাইরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি তথা পার্শ্ববর্তী এলাকায় চাকরিরত বিভিন্ন প্রাইভেট স্কুলের শিক্ষক ও শিক্ষিকাগন। সভায় আলোচিত হয় শিলিগুড়ি এলাকায় প্রাইভেট স্কুলে চাকরিরত শিক্ষক ও শিক্ষিকাদের বিভিন্ন সমস্যার কথা যেমন প্রভিডেন্ট ফান্ড ও ই.এস.আই বঞ্চনা, ম্যার্টারনিটি লিভ বঞ্চনা, মেডিক্যাল লিভ বঞ্চনা ইত্যাদি। সভায় বিভাস বাবু আশ্বাস দেন যে খুব তাড়াতাড়ি এই সব সমস্যা নিয়ে স্থানীয় স্কুল ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসা হবে। এছারাও ডাব্লু.বি.টি.পি.এস.টি.এ যুগ্ম আহ্বায়ক শ্রী রঘুবংশ সিং টি.এন.আই কে জানান যে সংগঠনের পক্ষ থেকে আপাতত আলোচনায় বসা হবে। এরপর আন্দোলনের অন্য রূপরেখা তৈরি করা হবে। উল্লেখ্য, শিলিগুড়ি এলাকায় অধিকাংশ প্রাইভেট স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা প্রভিডেন্ট ফান্ড ও ই.এস.আই, ম্যার্টারনিটি লিভ, মেডিক্যাল লিভ সুবিধা থেকে বঞ্চিত। এর ফলে তারা সামাজিক ও পারিবারিক নানান সমস্যায় পরেন। স্কুল কতৃপক্ষ সি.বি.এস.ই বা আই.সি.এস.ই ইত্যাদির নির্দেশিকার নাম করে এই সব সুবিধা থেকে স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের বঞ্চিত করে রাখেন অনেক ক্ষেত্রেই। রঘুবংশ সিং আরও জানান যে সব বেশ কিছু স্কুলে আবার তাদের শিক্ষক শিক্ষিকাদের এই সব সুবিধা দেওয়া হয়। এই সব বিষয় নিয়েই আগামী তে ডাব্লু.বি.টি.পি.এস.টি.এ হয়ত আন্দোলনের পথে হাটতে পারে।
সংবাদচিত্র