জাগরণী ক্রিকেটে দ্বিতীয় সেমিফাইনালে ১৬৩ রানে নৈহাটি কে হারাল পাটনা
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২২শে ডিসেম্বর, ২০১৮: শিলিগুড়ি জাগরণী সংঘ দ্বারা আয়োজিত ১৯তম সারা বাংলা ডে-নাইট নক আউট মাষ্টার প্রিতনাথ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে আজকের দ্বিতীয় সেমিফাইনালে পরস্পর মুখোমুখি হয় পাটনা ক্রিকেট একাডেমী (পি.সি.এ) এবং নৈহাটি ক্রিকেট কোচিং সেন্টার (এন.সি.সি.সি)। প্রথমে টসে জিতে পি.সি.এ ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক পি.সি.এ ব্যাট করে ২৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৬৩ রানের পাহাড় তৈরি করে ফেলে। পি.সি.এ’র হয়ে উল্লেখযোগ্য রান করইর বিশাল রাজ (৬৬) এবং যশ শুক্লা (৫৬)। এন.সি.সি.সি’র হয়ে ভাল বল করে সমীরণ পাল। যদিও তার নেওয়া উকেটের সংখ্যা মাত্র ১। এরপর ২৬৪ রানের লক্ষ্যমাত্রা রেখে ব্যাট করতে মাঠে নামে এন.সি.সি.সি টিম। তাসের ঘরের মত উইকেট পরতে পরতে মাত্র ১৬.১ ওভারে ৯৯ রান করে অলাউট হয় গোটা এন.সি.সি.সি টিম। ভাল রান করে হিল্লোল মোদক (২০)। যথারীতি পাটনা ক্রিকেট একাডেমী ১৬৩ রানের বিশাল ব্যাবধানে জয়লাভ করে। প্রত্যাশিত ভাবে ম্যাচে সর্বাধিক রান করার জন্যে ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত করা হয় পাটনা ক্রিকেট একাডেমী’র বিশাল রাজ কে।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)