ভুয়ো সাংবাদিক ধরতে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের নয়া উদ্যোগ শিলিগুড়িতে
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২০ই ডিসেম্বর, ২০১৮: ভুয়ো সাংবাদিক ধরতে এক অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব। শিলিগুড়ি এবং পার্শ্ববর্তী অঞ্চলের সঠিক ও সক্রিয় সাংবাদিকদের চিহ্নিত করতে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব কর্তৃপক্ষ আজ ক্লাবের সদস্যদের জন্যে চালু করল একটা স্পেশাল স্টিকার যা তাদের বাইক বা ফোর হুইলারে ব্যাবহার করতে হবে যা সাংবাদিকতার জন্যে কাজে লাগে। এই উদ্যোগের উদ্বোধন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি ট্রাফিক (জোন ওয়ান) শ্রী গৌরব লালা। বলে রাখা ভাল এই উদ্যোগের মূলত শিলিগুড়ি ট্রাফিক পুলিশের সহযোগিতায় করা হচ্ছে। ক্লাবের সকল সদস্যদের নথিভুক্ত গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের ডিটেলস নথিভুক্ত করে রাখবে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ বিভাগ। এর ফলে ভুয়ো সাংবাদিক ধরতে অনেক সুবিধা হবে শিলিগুড়ি ট্রাফিক পুলিশের। আজ সব সদস্যদের স্টিকার না দেওয়া গেলেও পরবর্তীতে সেই কাজ সম্পন্ন করে ফেলা হবে। এই উপলক্ষে ক্লাবের সম্পাদক শ্রী অংশুমান চক্রবর্তী বলেন “বেশ কিছু অসাধু লোক নকল প্রেস স্টিকার লাগিয়ে তাদের বিভিন্ন গাড়িতে করে অনেক অসামাজিক কাজ করত। এর ফলে প্রকৃত সাংবাদিকরা মুশকিলে পড়ত। আমাদের এই উদ্যোগের ফলে এই সমস্যার অনেকটা সমাধান হবে বলে আসা করা যায়”।
সংবাদচিত্র ও ভিডিও