জাগরণী ক্রিকেটে কলকাতার বর্ণভিটা শিলিগুড়ির দানুকে ১৯ রানে হারাল
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৯ই ডিসেম্বর, ২০১৮: শিলিগুড়ি জাগরণী সংঘ দ্বারা আয়োজিত ১৯তম সারা বাংলা ডে-নাইট নক আউট মাষ্টার প্রিতনাথ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে আজকের খেলায় পরস্পর মুখোমুখি হয় কলকাতার বর্ণভিটা ক্রিকেট কোচিং সেন্টার (বি.সি.সি.সি) এবং শিলিগুড়ি’র শুভজিৎ মৈত্র (দানু) মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টার (এস.এম.এম.সি.সি.সি)। প্রথমে টসে জিতে কলকাতার বি.সি.সি.সি ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক কলকাতার বি.সি.সি.সি ব্যাট করে ২৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭২ রান করে। কলকাতার বি.সি.সি.সি হয়ে উল্লেখযোগ্য রান করে ঋষিকেশ শ্রীবাস্তব (৬২)। শিলিগুড়ি’র এস.এম.এম.সি.সি.সি’র হয়ে সর্বাধিক ৩ উইকেট দখল করে সপ্তর্ষি নাগ। এরপর ১৭২ রানের লক্ষ্যমাত্রা রেখে ব্যাট করতে মাঠে নামে শিলিগুড়ি’র এস.এম.এম.সি.সি.সি টিম। তবে ২৫ ওভারে ৮ উইকেট হাড়িয়ে মাত্র ১৫৩ রান করে পালা গোটাতে হয় শিলিগুড়ি’র এস.এম.এম.সি.সি.সি টিমের। ভাল রান করে গির্জানান্দ ঝা (৩৮)। কলকাতার বি.সি.সি.সি’র হয়ে সর্বাধিক ২ উইকেট পায় হারেস পাণ্ডে। কলকাতার বি.সি.সি.সি’র ঋষিকেশ শ্রীবাস্তব কে ম্যাচে সর্বাধিক রান করার জন্যে অফ দি ম্যাচ নির্বাচিত করা হয়। সব শেষে কলকাতার বি.সি.সি.সি ম্যাচটি ১৯ রানে জয়লাভ করে।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)