উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের ধরমপুরে জেলার প্রথম মাইনরিটি মেলা
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, গোয়ালপোখর, ১৮ই ডিসেম্বর, ২০১৮: অনেক মুখ্যমন্ত্রী এসেছে অনেক মুখ্যমন্ত্রী চলে গিয়েছে, অনেক সরকার এসেছে অনেক সরকারও চলে গিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মত মুখ্যমন্ত্রী কোনদিন আসেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের বাড়ি বাড়ি পরিষেবা পৌঁছে দেওয়ার যে কথা দিয়েছিলেন সে কথা তিনি পূরণ করেছেন। সেই মোতাবেক উত্তর দিনাজপুর জেলায় এই প্রথম সংখ্যালঘু দপ্তরের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে মাইনরিটি মেলা অনুষ্ঠিত হল, গোয়ালপোখরের ধরমপুর হাই স্কুলের মাঠে মঙ্গলবার মাইনরিটি মেলায় উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানী। এছাড়াও মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী আমাদের বাড়ির দরজায় সমস্ত প্রকল্প পৌঁছে দিচ্ছে কিন্তু আমরা এগিয়ে সেই সরকারী সুবিধা নিতে না পারলে আমরা পিছিয়েই থাকবো। এদিনের মাইনরিটি মেলায় হাজির ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল বলেন, সংখ্যালঘু শ্রেণীর মানুষদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। সেই অভাব জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় প্রথম গোয়ালপোখরের ধরমপুরে মাইনরিটি মেলার আয়োজন করেছেন। এখানে রাজ্য সরকারের সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে সমস্ত প্রকল্প সম্পর্কে স্টল রয়েছে। এই স্টল থেকেই সংখ্যালঘু শ্রেণীর মানুষরা তাঁদের বিভিন্ন সরকারী সুযোগ সুবিধার সম্পর্কে জানতে পারবেন। এদিনের মাইনরিটি মেলার প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন মন্ত্রী গোলাম রব্বানী। এদিনের মাইনরিটি মেলায় জেলা পরিষদ সদস্য গোলাম রসুল, ইসলামপুরের মহকুমা শাসক মনীশ মিশ্র, গোয়ালপোখরের বিডিও রাজু শেরপা সহ অন্যন্যরাও উপস্থিত ছিলেন।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)