জাগরণী ক্রিকেটে কলকাতার চ্যাটার্জির অ্যান্ড পাল আজ মালদা কে ২২ রানে হারাল
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৭ই ডিসেম্বর, ২০১৮: শিলিগুড়ি জাগরণী সংঘ দ্বারা আয়োজিত ১৯তম সারা বাংলা ডে-নাইট নক আউট মাষ্টার প্রিতনাথ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে আজকের খেলায় পরস্পর মুখোমুখি হয় মালদা ক্রিকেট কোচিং সেন্টার (এম.সি.সি.সি) এবং কলকাতার পাল অ্যান্ড চ্যাটার্জি কোচিং সেন্টার (পি.সি.সি.সি.সি)। প্রথমে টসে জিতে মালদার এম.সি.সি.সি ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক কলকাতার পি.সি.সি.সি.সি ব্যাট করে ২৫ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৭ রান করে। কলকাতার পি.সি.সি.সি.সি হয়ে উল্লেখযোগ্য রান করে অরণজিৎ রায় (২৮), এবং তুষার মণ্ডল (২৪)। মালদার এম.সি.সি.সি হয়ে সর্বাধিক ৩ উইকেট দখল করে সোনু গুপ্তা। এরপর ১৪৮ রানের লক্ষ্যমাত্রা রেখে ব্যাট করতে মাঠে নামে মালদার এম.সি.সি.সি টিম। তবে ২৪.৫ ওভারে মাত্র ১২৫ রান করে সব উইকেট হাড়িয়ে পালা গোটাতে হয় মালদার এম.সি.সি.সি টিমের। ভাল রান করে সুব্রত পাল (৩২)। কলকাতার পি.সি.সি.সি.সি হয়ে সর্বাধিক ৩ উইকেট পায় তুষার মণ্ডল। তুষার ম্যান অফ দি ম্যাচও নির্বাচিত হয়। সব শেষে কলকাতার পি.সি.সি.সি.সি ম্যাচটি ২২ রানে জয়লাভ করে।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)